কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের উপহারে এতিম শিশুদের ঈদের খুশি

কিশোরগঞ্জ প্রতিনিধি

নূর মোহাম্মদের বয়স যখন তিন মাস তখন তার বাবা মারা যায়। অসহায় মা নূর মোহাম্মদ এবং তার বড় ভাইকে নিয়ে পড়েন বিপাকে। ছোট সন্তান নূর মোহাম্মদকে দিয়ে দেয়া হয় এতিমখানায়। নূরের বয়স এখন দশ। পড়ছে হেফজখানার নাজেরা ক্লাসে।

পাঁচ বছর আগে বাবা মারা যায় তরিকুল ইসলামের। তখন তার বয়স চার বছর। দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসার যখন আর চলছিল না, তখন মা তরিকুলকে দিয়ে দেন এতিমখানায়। তিন বছর ধরে তরিকুল বেড়ে উঠছে এই এতিমখানায়। তরিকুল এখন নুরানী ক্লাসে পড়ছে।

নূর কিংবা তরিকুল। বাবা ছাড়া এতিমখানায় প্রতি বছর তাদের ঈদ কাটে অসম্পূর্ণভাবে। দানে চলা এতিমখানায় ঈদে তাদের জন্য জুটে না নতুন কাপড়।

এরকম পঞ্চাশ জন এতিম শিশুকে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এবার ঈদ উপলক্ষে দিয়েছে নতুন জামা কাপড়। শনিবার (২২ মার্চ) জেলা শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এনে এতিমদের ইফতার করানো হয়। এরপর তাদের হাতে তুলে দেয়া হয় দর্জি ঘর থেকে বানানো নতুন পায়জামা পাঞ্জাবি। এতিমখানায় থাকা শিশুরা মায়ের আঁচল থেকেও বঞ্চিত। তাদের হাত মুখ শরীর মোছার জন্য পায়জামা পাঞ্জাবির সাথে দেয়া হয়েছে একটি করে দামি গামছাও।

'এতিম শিশুদের সাথে ইফতার ও ঈদ উপহার বিনিময়' নামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আল আমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, সহ-সভাপতি আলী রেজা সুমন, সহযোগী সদস্য একেএম শরাফ উদ্দিন খান রায়হান প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, 'এতিম শিশুরা আমাদেরই সন্তান। তাদের যত্ন নেয়া, তাদের সুশিক্ষিত করে গড়ে তোলা আমাদেরই দায়িত্ব। সাংবাদিকতার পাশাপাশি কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যরা আজকে যে আয়োজন করেছে, এটা সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।'

উপহার পেয়ে ছোট্ট শিশু নাদিম (৭) বলে, 'এমুন সুন্দর হোটেলে আয়া আমি জীবনেও খাইছি না। তুলতুলা চেয়ারে বইছি। আমারে নতুন জামা কাপড় দিছে। আমার চোখ দিয়া পানি আয়া গেছে।'

ছোট্ট এতিম শিশু মাহীন বলে, ' মজা কইরা খাইছি, নতুন পোশাক পাইছি। আমার অনেক ভাল্লাগতাছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিজেপি নেতাকে জুতাপেটা করলেন নারী কাউন্সিলর

ভারতের পশ্চিমবঙ্গের খড়্গপুরে বিজেপির রাজনীতিতে হঠাৎই আলোড়ন। গত শনিবার বিকাল...

বাংলাদেশ স্কাউটস্ এ সংস্কারের আড়ালে গঠনতন্ত্র পরিপন্থী কাজের দায় কার?

গত ১১ তারিখে বাংলাদেশ স্কাউটস এর বর্তমান এডহক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে য...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা