বাণিজ্য ডেস্ক: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলমের সাথে বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্ট ম্যানুফেকচারার্স এন্ড ইমপোর্টার্স এসোসিয়েশন (বিএসজিএমএমইএ) এর নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর গুলশানস্থ এফবিসিসিআই কার্যালয়ে স্পোর্টস ব্যবসায়ী নেতৃবৃন্দের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পরবর্তী গুরুত্বপুর্ণএই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ স্পোর্টস গুডস্ মার্চেন্ট ম্যানুফেকচারার্স এন্ড ইমপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এম আর শামীম বৈঠকে ভ্যাট,ট্যাক্সসহ স্পোর্টস ব্যবসার বিভিন্ন সমস্যা এফবিসিসিআই সভাপতির কাছে তুলে ধরেন। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন ।
স্পোর্টস ব্যবসায়ী সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            