ছবি-সংগৃহীত
রাজনীতি
লক্ষ্মীপুর সদর আসন

উপনির্বাচনে জাপার প্রার্থী মোহাম্মদ রাকিব

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেলেন মুহাম্মদ রাকিব হোসেন।

সোমবার (৯ অক্টোবর) দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

মুহাম্মদ রাকিব হোসেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ উল্যার বড় ছেলে। মোহাম্মদ উল্যা লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। গত ২৩ আগস্ট তিনি লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান।

রাকিব হোসেন সাংবাদিকদের বলেন, আমার বাবা বেঁচে থাকলে প্রার্থী হতেন। তার স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমি দলীয় মনোনয়ন চেয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছেন। লাঙল প্রতীকে নির্বাচন আমার জন্য স্বপ্নের। আমি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকব। দলের সকল নেতাকর্মীকে পাশে থাকার জন্য অনুরোধ করছি।

এদিকে, গতকাল সোমবার থেকে আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন গোলাম ফারুক পিংকু আওয়ামী লীগ, মোহাম্মদ রাকিব হোসেন জাতীয় পার্টি, মো. শামছুল ইমলাম জাকের পার্টি, মনিন্দ্র কুমার নাথ স্বতন্ত্র, মো. জাহাঙ্গীর আলম জাতীয় পার্টি, সেলিম মাহমুদ ন্যাশনাল পিপলস পার্টি।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান সাংবাদিকদের জানান, আমাদের কাছ থেকে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এ নিয়ে আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত ৬টি ফরম গেছে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল বার্ধক্যজনিত কারণে মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

বাজার থেকে কিটক্যাট চকলেট সরানোর নির্দেশ, সতর্কতা জারি

নেসলে কিটক্যাট চকলেটের একটি বিতর্কিত লট বাজার থেকে ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ...

হাদির শারীরিক অবস্থার উন্নতি:বড় ভাই ওমর ফারুক

বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা...

ধানমণ্ডি ৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মওলা...

ভোরের আলোতেই জাতীয় স্মৃতিসৌধে জনসমাগম, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

ভোরের আলো ফোটার আগেই ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন নানা বয়সী মা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা