দৌলতখান প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার প্রচারণা এবং আলোচনা শুরু হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় উঠে এসেছে দৌলতখান উপজেলার নাম। এখানে নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে জনমত তৈরিতে স্বয়ং ভোটার ও সমর্থকরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন সমর্থকরা। স্থানীয় ভোটারদের ধারণা উপজেলা পরিষদ নির্বাচন ব্যাপক প্রতিদ্বন্বিতাপূর্ণ হবে। ইতেমধ্যে এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে ৫ হেভিওয়েট প্রার্থীর নাম। তার মধ্যে প্রথমে আলোচনায় আছেন দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আলম খাঁন এবং দৌলতখানের সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান, বর্তমান ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাবুল চৌধুরী। এছাড়া দৌলতখান উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে তরুণ মুখ বর্তমান চরখলিফা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ৬নং চরখলিফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম হোসেন অমি চৌধুরীর নামও উঠে এসেছে আলোচনায়। জানা যায় দুই হেভিওয়েট প্রার্থী মামুনুর রশীদ বাবুল চৌধুরী এবং শামীম হোসেন অমি চৌধুরী সম্পর্কে একে অপরের চাচা ভাতিজা। এই নির্বাচনে দুই চাচা ভাতিজার হাড্ডাহাডি লড়াই দেখা অপেক্ষায় ভোটাররা। এছাড়া নির্বাচনে অন্য আরো দুই প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর ও উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, জয়নগরের সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন। সব মিলিয়ে এই পাঁচ হ্যাভিওয়েট প্রার্থীর কারণে এবারের ভোলা জেলার দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচন ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন স্থানীয় সর্বসাধারণরা।
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            