সংগৃহীত
বাণিজ্য

উদ্যোক্তা অংশীদারদের জন্য বুফরা ও কেইউবির অনন্য যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কৃষিখাতে উদ্যোক্তাদের সংযুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ অরগানিক ফার্মার্স অ্যান্ড রিটেলারস অ্যাসোসিয়েশন (বুফরা) এবং সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের অনুমোদিত কৃষি উপকরণ ব্যাংক (কেইউবি) যৌথভাবে এক বিস্তৃত উদ্যোগ গ্রহণ করেছে।

বুফরা ও কেইউবি সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উদ্যোক্তা অংশীদারদের সংযুক্ত করে কৃষি খাতকে আরো শক্তিশালী করা এবং সুষ্ঠু বিপণন ব্যবস্থার মাধ্যমে কৃষি উপকরণ ও উৎপাদিত পণ্য সারা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া। এতে অংশীদারদের জন্য সরবরাহ করা হবে প্রয়োজনীয় বীজ, সার, ও আধুনিক কৃষি যন্ত্রপাতি। পাশাপাশি উৎপাদিত শস্য, মাছ, ও প্রাণীজ সম্পদ সরাসরি বাজারজাতকরণের সুযোগ থাকবে।

বুফরা ও কেইউবি ‘র এই যৌথ প্রকল্প সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা অংশীদারদের অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে অংশীদাররা সরাসরি কৃষি খাতে বিনিয়োগের সুযোগ পাবেন এবং কৃষিজ উৎপাদন থেকে শুরু করে পণ্য বিপণন পর্যন্ত সম্পূর্ণ ব্যবস্থাপনায় অংশ নিতে পারবেন।

অংশীদার হওয়ার সুযোগ ও কার্যক্রম

দেশজুড়ে উদ্যোক্তা অংশীদারদের জন্য বুফরা ও কেইউবি বিশেষ প্রশিক্ষণ ও টেকনিক্যাল সহায়তা প্রদান করছে। উদ্যোক্তাদের কৃষি খাতের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং সার, বীজ, ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করায় তারা কৃষি উৎপাদনে আরো উন্নতি সাধন করতে পারবেন বলে মত সংশ্লিষ্টদের।

তাদের মতে, উৎপাদিত শস্য, মাছ ও প্রাণীজ সম্পদ দ্রুত এবং সহজে বাজারে পৌঁছানোর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যা উদ্যোক্তাদের উৎপাদন খরচ কমাতে এবং লাভজনক বাজার নিশ্চিত করতে সহায়তা করবে।

আন্তর্জাতিক বাজারে প্রবেশের দিকনির্দেশনা

জানা গেছে, উৎপাদিত কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বুফরা ও কেইউবি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থা সরবরাহের মাধ্যমে উদ্যোক্তাদের বিদেশি বাজারে প্রবেশের জন্য প্রস্তুত করছে। এতে করে দেশের কৃষি খাত আরো বহুদূর এগিয়ে যাবে এবং কৃষিজ পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে।

কীভাবে উদ্যোক্তা অংশীদার হওয়া যাবে?

বুফরা ও কেইউবি সংশ্লিষ্টরা জানান, যারা এই উদ্যোগে অংশ নিতে চান, তারা স্থানীয় বুফরা অফিস কিংবা কেইউবি’র প্রতিনিধি অফিসে যোগাযোগ করতে পারেন। এতে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা মিলবে।

বুফরা ও কেইউবি’র এই যুগান্তকারী উদ্যোগ দেশের কৃষি খাতকে আরো সুসংগঠিত ও সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের ব্যাপক প্রসার ঘটবে বলেও আশা বুফরা ও কেইউবি সংশ্লিষ্টদের।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা...

যে কারনে বাংলাদেশে সরকার পরিবর্তন,ব্যাখ্যা করলেন অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস...

দেশজুড়ে সমবায়ের জয়যাত্রা, বঞ্চিত সিলেট বিভাগ

দেশজুড়ে যখন সমবায়ের জয়যাত্রা, তখন সিলেট বিভাগ যেন রয়ে গেছে উন্নয়নের মানচিত্রে...

সেন্টমার্টিন খুললেও যাচ্ছে না জাহাজ

দীর্ঘ প্রায় নয় মাসের বিরতির পর অবশেষে আজ শনিবার (১ নভেম্বর) থেকে দেশের একমা...

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার পথে সরকার

জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতার দিকে এগোচ্ছে সরকার। ইতোমধ...

লাঠিটিলায় বিলুপ্তির পথে হাতি !

তিমির বনিক,মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারে জুড়ীতে সিলেট বিভাগের একমাত্...

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা...

যে কারনে বাংলাদেশে সরকার পরিবর্তন,ব্যাখ্যা করলেন অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস...

দেশজুড়ে সমবায়ের জয়যাত্রা, বঞ্চিত সিলেট বিভাগ

দেশজুড়ে যখন সমবায়ের জয়যাত্রা, তখন সিলেট বিভাগ যেন রয়ে গেছে উন্নয়নের মানচিত্রে...

সুদানে ভয়াবহ গণহত্যা চালালো আরএসএফ

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে ভয়াবহ গণহত্যার চিত্র উঠে এসেছে। আবুবকর আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা