আন্তর্জাতিক
দাবি কাটজের

ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস!

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একটি গোয়েন্দা নথি প্রকাশ করে তিনি দাবি করেছেন, ইসরায়েলকে দুই বছরের মধ্যে ধ্বংস করতে ২০২১ সালে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে হামাস নেতারা ইরানকে দিয়েছিল।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী রবিবার (৬ এপ্রিল) একটি গোয়েন্দা নথি প্রকাশ করেছেন।

ওই নথিতে দাবি করা হয়, ইসরায়েলকে ধ্বংস করার জন্য হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মুহাম্মদ দেইফ ২০২১ সালের জুন মাসে ইরানের আইআরজিসি কুদস ফোর্স কমান্ডার ইসমাইল কানিকে লেখা এক চিঠিতে ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা চেয়েছিল।

এক ভিডিওতে ইসরায়েল কাটজ বলেন, ‘আমি এখানে প্রথমবারের মতো একটি নথি প্রকাশ করছি যা গাজায় হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুড়ঙ্গে পাওয়া গেছে। যেখানে ইরানের সঙ্গে ইয়াহিয়া সিনওয়ার এবং মুহাম্মদ দেইফের সরাসরি সম্পর্ক ছিল বলে প্রমান পাওয়া যায়। এটি ছিল হামাসের ইসরাইয়েকে ধ্বংস করার পরিকল্পনায় ইরানের সমর্থনের অংশ।’

তিনি আরও বলেন, নথিতে, তারা (হামাস নেতারা) ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডারকে ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করার জন্য ৫০০ মিলিয়ন ডলার হস্তান্তর করতে বলেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামাস তাদের লক্ষ্য অর্জনের জন্য দুই বছর ধরে ইরানের কাছ থেকে প্রতি মাসে ২০ মিলিয়ন ডলার দাবি করেছে।

তিনি বলেন, চিঠিতে ইরানকে উদ্দেশ্য কেরে হামাস জানায়, ‘আমরা আত্মবিশ্বাসী যে এই দুই বছরের শেষে, অথবা এই সময়কালে, সৃষ্টিকর্তা ইচ্ছায় আমরা এই দানব রাষ্ট্রের মূলোৎপাটন করবো এবং আমাদের জাতির ইতিহাসের এই অন্ধকার সময়ের অবসান ঘটাবো।’

কাটজ বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক থেকে বিরত রাখার জন্য ইসরায়েল যথাসাধ্য চেষ্টা করবে। সেইসঙ্গে তাদের প্রক্সিদের পরাজিত না করা পর্যন্ত এই অঞ্চলে হামলা অব্যাহত থাকবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। হামলায় অন্তত এক হাজার ২০০ ইসরাইলি নিহত হন। সেইসঙ্গে দুই শতাধিক ব্যক্তিকে হামাস জিম্মি করে। সেইদিন থেকেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন লক্ষাধিক।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা, ঘাতক আটক

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় এক চাকমা যুবককে জবাই করে হত্যার পর তার স...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা