আন্তর্জাতিক

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী পদে ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করেছেন। সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

এই প্রস্তাবের মাধ্যমে রাশিয়ার সঙ্গে চলমান দীর্ঘ যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জানান, “আমি সরকার পরিচালনার জন্য ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম মনোনয়ন দিয়েছি। আশা করছি, খুব শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা দেখতে পাব।” তিনি বলেন, এ পরিবর্তন কার্যনির্বাহী শাখায় নতুন গতিশীলতা আনবে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, তিনি ও সিভিরিদেঙ্কো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সহায়তা সম্প্রসারণ এবং স্থানীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

৩৯ বছর বয়সী সিভিরিদেঙ্কো চলতি বছর বিরল খনিজসম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের সময় আন্তর্জাতিক আলোচনায় আসেন। ওই সময়ে ইউক্রেন-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিছুটা সংকটে পড়েছিল।

বর্তমানে প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল, যিনি ২০২০ সাল থেকে দায়িত্বে আছেন, সিভিরিদেঙ্কোর মনোনয়ন অনুমোদিত হলে পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

সিভিরিদেঙ্কোর সাবেক সহকর্মী ও ইউক্রেনের প্রাক্তন অর্থমন্ত্রী তিমোফি মাইলোভানভ মন্তব্য করেছেন, “সরকারে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। জনগণ ক্লান্ত। নতুন নেতৃত্বে নতুন দিক সৃষ্টি হতে পারে।” তিনি বর্তমানে কিয়েভ স্কুল অব ইকোনমিকসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথা বিবেচনা করার কথাও জানান। পরে তাঁর সঙ্গে সাক্ষাতে জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা খাত পুনর্গঠনের প্রয়োজন রয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।

সিভিরিদেঙ্কো বর্তমানে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের কিছুদিন আগেই তিনি অর্থনৈতিক দায়িত্বে আসেন।

তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে গেলে পার্লামেন্টের অনুমোদন লাগবে। তবে বিশ্লেষকেরা বলছেন, জেলেনস্কির প্রতি পার্লামেন্টের সমর্থন আগের মতোই দৃঢ়, ফলে তাঁর প্রস্তাব পাশ হওয়া সময়ের ব্যাপার মাত্র।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালপাতায় জ্ঞানের আলো

একসময় শিশুশিক্ষার হাতেখড়িতে তালপাতা, বাঁশের কঞ্চি আর কয়লার কালি ছিল অবিচ্ছেদ্...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই পক্ষের মারামারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের দুই পক্ষের মারামারির সংবাদ সংগ্...

পিএসজির জালে ৩ গোল করে বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি

প্রথমার্ধ শেষে মঞ্চে পারফর্ম করেন আমেরিকান র‌্যাপার দোজা ক্যাট ও কলম্বিয়...

গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়িয়ে ইরানের সংসদে আইন পাস

১৩ জুলাই ইরানের পার্লামেন্টে পাস একটি নতুন আইন হয়েছে, যার নাম ‘গুপ্তচরব...

ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় বিমান হামলা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট ম...

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে অলিম্পিক অ্যাসোসিয়েশন

গত বছরের ৫ জুলাই দাবা খেলতে খেলতে দুনিয়া ত্যাগ করেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়া...

জলবায়ু উদ্বাস্তুদের ফ্ল্যাট প্রভাবশালীদের দখলে

কক্সবাজার শহরের বাঁকখালী নদীতীরে গড়ে ওঠা আবাসন প্রকল্পে জলবায়ু উদ্বাস্তুদের প...

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ শিশুর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক বছরের শিশু আয়েশা চিকি...

বিদেশে পড়তে যেতে গিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ফাঁদে পড়েন তাঁরা

জাহিদুল হক খান ও রওনক জাহান দম্পতি পেশায় আইনজীবী। তাঁরা উচ্চশিক্ষার জন্য কানা...

কাতার থেকে কেনা হচ্ছে এক কার্গো এলএনজি

জ্বালানি চাহিদা পূরণে আগামী আগস্ট মাসের জন্য এক কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা