অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। এই মাসে মোট ১০টি দাবিতে ৫ ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
পতনের ছয়মাসের মাথায় রাজপথে আওয়ামী লীগের কর্মসূচি দেওয়ার দায় অন্তর্বর্তী সরকারের ঘাড়ে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের জনগণ আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজ এ পরিস্থিতির সম্মুখীন হতে হলো।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে প্রতিবন্ধী রিকশাচালক মামুনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় রিজভী বলেন, ‘শেখ হাসিনার কাছে নারী-শিশুর জীবনের কোনো মূল্য ছিল না। তার কাছে সিংহাসনই মূল্যবান ছিল। সে কতোজনকে সন্তানহারা করেছে হদিস নেই। তার কাছে ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়।’ বিরোধীপক্ষের মরদেহ দেখলে সে খুশি হতো বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
যারা আহনাফ, আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তারা সবাই আইনের লোক। তাদেরকে আইনের হাত থেকে কারা দূরে রাখছে এমন প্রশ্নও তোলেন তিনি।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            