খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, “আমাদের অস্তিত্ব নির্ভর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার উপর।’’ যে জন্য তিনি কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশের আঠারো কোটি জনগণের মুখে যারা আহার তুলে দেন তাঁদের প্রতি আমার সালাম। পৃথিবীতে খাদ্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। কৃষকদের পরিশ্রমের কারণে আমাদের সামান্য পরিমাণ খাদ্য বাহির থেকে আমদানি করতে হয়।’’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কিশোরগঞ্জের মিঠামইনে খাদ্য সচিব অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে ও মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে মিঠামইন খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুরাইয়া খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ- পরিচালক ড. মোহাম্মদ সাদিকুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা মো. তাজুল ইসলাম ।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            