চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে কর্মস্থলে পৌঁছে অফিস সহকারী মো. ইয়াছিন দেখতে পান, হাসপাতালের জানালার গ্রিল কাটা ও ভেতরের কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় চোরের দল পেছন দিকের জানালা ভেঙে ভবনে প্রবেশ করে। তারা কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সিসি ক্যামেরার ডিভিআরসহ চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।
অফিস সহকারী ইয়াছিন জানান, “ভোরে এসে দেখি পুরো অফিস ওলটপালট। গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। বেশ কিছু সরঞ্জাম খোয়া গেছে দেখে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাই।”
ফিল্ড অফিসার সানি দাশ বলেন, “এখানে প্রতিদিন বহু পশুপালক চিকিৎসা নিতে আসেন। যেসব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও নথি চুরি হয়েছে, তাতে সেবা প্রদান গুরুতরভাবে বাধাগ্রস্ত হবে।”
ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া জানান, চুরি হওয়া সামগ্রীর তালিকা প্রস্তুত করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”
চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আমারবাঙলা/এনইউআ