ছবি: সংগৃহীত
সারাদেশ
আজও দিনটি শ্রদ্ধা ও গর্ব নিয়ে স্মরণ করে মিরসরাইবাসী

মিরসরাইয়ের হানাদারমুক্ত দিবস আজ

চট্টগ্রাম ব্যুরো:

৮ ডিসেম্বর, মিরসরাই হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনগণ ও মুক্তিযোদ্ধাদের সম্মিলিত অভিযানে শত্রুমুক্ত হয় পুরো মিরসরাই অঞ্চল। সকাল থেকে বেলা গড়াতেই পাকবাহিনী ও তাদের দোসররা পশ্চাদপসরণে বাধ্য হয়—মুক্ত হয় মিরসরাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন সকালে মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন আহম্মদের নেতৃত্বে বিএলএফ–এর প্রায় দু’শ মুক্তিযোদ্ধা মিরসরাই সদরের পূর্ব দিক ছাড়া বাকি তিন দিক ঘিরে ফেলে। বেলা ১১টার দিকে সমন্বিত আক্রমণ শুরু হলে তুমুল গুলিবিনিময় হয়। পাকবাহিনীর প্রধান অবস্থান ছিল মিরসরাই হাই স্কুল, থানা ও সি.ও. অফিসে। কিছু সময় পরই তারা অবস্থান ছেড়ে পালিয়ে যায়; মুক্তিযোদ্ধারা থানায় ঢুকে উদ্ধার করেন আটটি রাইফেল। পরে জানা যায়, সৈন্যরা চট্টগ্রামের দিকে সরে যায়—যা তখনও পুরোপুরি মুক্ত হয়নি।

মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। হাজারো মানুষ জয়বাংলা স্লোগান দিতে দিতে ভিড় করেন মিরসরাই হাই স্কুল মাঠে। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা; মিরসরাইকে ঘোষিত হয় স্বাধীন এলাকা হিসেবে।

স্থানীয়ভাবে দিনটি প্রতি বছরই তাৎপর্যের সঙ্গে পালিত হলেও গত বছর রাজনৈতিক পরিস্থিতির জটিলতা ও আর্থিক সংকটে বড় কোনো আয়োজন হয়নি। এ বছরও একই কারণে সীমিত পরিসরে কর্মসূচি রাখা হয়েছে।

মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘বড় আয়োজনের মতো পরিস্থিতি নেই। শুধু বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘এটি জাতীয় দিবস না হলেও স্থানীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। মুক্তিযোদ্ধা বা তাঁদের পরিবারের উদ্যোগ থাকলে প্রশাসন সহযোগিতা করবে।’

মিরসরাইয়ের মানুষ আজও শ্রদ্ধা ও গর্ব নিয়ে স্মরণ করছে সেই মুক্তির দিনটিকে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হচ্ছেন জসিম উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির...

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থী...

রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে, নীরব দর্শকরা

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা...

কুষ্টিয়ায় কীটনাশক পান করে ৩ বছরের শিশুর মৃত্যু

কুষ্টিয়ার খোকসা উপজেলায় হৃদয়বিদারক ঘটনায় ৩ বছরের এক শিশু কন্যা মারা গেছে। শিশ...

গাজায় ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ১১

গাজায় গতকাল বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।...

নির্বাচনি প্রচারণায় মিরপুরে বিজিবি মোতায়েন, কঠোর নজরদারি

ঢাকার মিরপুর এলাকায় নির্বাচনি প্রচারণা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশে...

ভারতকে চোখ রাঙিয়ে বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত চূড়ান্তভাব...

নির্বাচন সামনে রেখে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদে...

আইসিসির আলটিমেটামের আগে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আকাশ চোপড়া

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা...

রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে, নীরব দর্শকরা

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা