নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন বর্জন করার ইতিহাস জাপার কম। শুধু একটা নির্বাচন এখন পর্যন্ত বর্জন করেছে। তবে যদি এমন হয়, কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না, সেটা অন্য কথা। তবে আওয়ামী লীগের কথায় আমরা আশ্বস্ত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির আরও ২/১ জন সিনিয়র নেতার সাথে গতকাল রাতে আমাদের বৈঠক হয়েছে। সেখানে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজন নেই।
নির্বাচন শান্তিপূর্ণভাবে কীভাবে করা যায়, ভোটাররা ভোট কেন্দ্রে যেন আসেন, তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আলোচনায় এ বিষয়ে আওয়ামী লীগের ইতিবাচক একটা মনোভাব দেখে গেছে।
গত ৫ বছরে উপ-নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। এজন্য একটা দ্বিধা এখনো রয়ে গেছে।
তিনি বলেন, অনেকে আসন বণ্টনের বিষয়ে আলোচনা করছেন। বৈঠকে আমরা আসন বণ্টনের কথা বলিনি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজন আছে বলেও আমরা মনে করি না।
ভোটাররা যদি ভোট কেন্দ্র এসে ভোটাধিকার প্রয়োগ করে পারে তাহলে ’৯১ সালের মতো জাপা একটা নীরব বিল্পব হয়ে যেতে পারে। গতকালের বৈঠকে আমরা আওয়ামী লীগকে বলেছি, তারা যেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, যেন ভোটাররা ভোট কেন্দ্রে ফিরে আসে।
তারা আমাদের কথা দিয়েছেন, যেকোনো মূল্যে তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন। তাদের আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি এবং বিশ্বাস করেছি। তবে সামনের দিনগুলোতে আমরা পর্যবেক্ষণ করব।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            