বিনোদন

অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া গ্রেপ্তার

আমার বাঙলা ডেস্ক

রকস্টার অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি নিউইয়র্কের কুইন্সে সাবেক প্রেমিক ও তাঁর বান্ধবীকে খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। আলিয়ার (৪৩) বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি দোতলা গ্যারেজে আগুন ধরিয়ে দেন, এতে এডওয়ার্ড জ্যাকবস (৩৫) ও আনাস্তাসিয়া ইত্তিয়েনের (৩৩) মৃত্যু হয়।

কুইন্সের জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ সংবাদমাধ্যমকে জানান, গ্যারেজের ওপর তলায় বাস করতেন জ্যাকবস। আলিয়া ফাখরি গত ২ নভেম্বর ভোরে গ্যারেজে এসে তাঁকে লক্ষ্য করে ‘আজ সবাই মরবে’ বলে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে এক প্রত্যক্ষদর্শী বাইরে আসেন এবং দেখেন ভবনটি দাউ দাউ করে জ্বলছে।

ঘটনার সময় জ্যাকবস ঘুমাচ্ছিলেন। বান্ধবী ইত্তিয়েন আলিয়াকে সতর্ক করার জন্য নেমে এলেও জ্যাকবসকে বাঁচাতে আবার ভেতরে যান। কিন্তু কেউই নিরাপদে ভবন থেকে বের হতে পারেননি।

মেলিন্ডা কাটজের অফিস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যাকবস এবং ইত্তিয়েনের শ্বাসনালি পুড়ে যায়, তাপজনিত কারণেই তাঁরা মারা যান।

আলিয়া ফাখরির বিরুদ্ধে সরাসরি হত্যার চারটি এবং হত্যার সঙ্গে সম্পৃক্ততার চারটি অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, একটি গ্র্যান্ড জুরি তাঁকে অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত করেছে। সরাসরি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে, আলিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি।

এরই মধ্যে আলিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

মেলিন্ডা কাটজ সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি আগুন লাগিয়ে দুই জন মানুষের জীবন নৃশংসভাবে শেষ করেছেন। ওই আগুনে আটকা পড়ে একজন পুরুষ এবং একজন নারী পুড়ে মারা যান।’

ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণ দিয়ে জানান, পোড়ার গন্ধ পেয়ে তিনি বাইরে বেরিয়ে দেখেন সিঁড়িতে রাখা একটি সোফায় আগুন জ্বলছে। তিনি আগুনের ওপর দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী বলেন, ইত্তিয়েনও তাঁর সঙ্গে লাফিয়ে পার হলেও, জ্যাকবসকে বাঁচানোর জন্য আবার ভেতরে যান।

প্রত্যক্ষদর্শী আরও জানান, জ্যাকবস ও আলিয়ার সম্পর্ক সুখের ছিল না। আলিয়া আগে একবার জ্যাকবসের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

জ্যাকবসের মা জ্যানেট নিউইয়র্ক পোস্টকে জানান, প্রায় এক বছর আগে জ্যাকবস আলিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু আলিয়া সেটি মেনে নিতে পারছিলেন না। তিনি আরও বলেন, তাঁর ছেলে প্লাম্বার ছিলেন। গ্যারেজটি একটি অ্যাপার্টমেন্টে রূপান্তরিত করার প্রকল্পে কাজ করছিলেন তিনি।

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তাঁদের মা মেরি ফাকরি বিশ্বাস করতে পারছেন না যে, আলিয়া কাউকে হত্যা করতে পারেন। তিনি বলেন, আলিয়া এমন একটা মেয়ে যে সবাইকে সাহায্য করার চেষ্টা করে। তিনি জানান, দাঁতের সমস্যার পর থেকে আলিয়া আফিমে আসক্তি হয়ে পড়েছিলেন। এই মাদকাসক্তির থেকে মুক্তির জন্য তিনি লড়াই করে যাচ্ছিলেন। এটি হয়তো তাঁর আচরণে প্রভাব ফেলেছে।

নার্গিস ও আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মুহাম্দর ফাকরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফাকরি চেক রিপাবলিকের নাগরিক। মেরি নিজেই পুলিশ অফিসার ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা...

যে কারনে বাংলাদেশে সরকার পরিবর্তন,ব্যাখ্যা করলেন অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস...

দেশজুড়ে সমবায়ের জয়যাত্রা, বঞ্চিত সিলেট বিভাগ

দেশজুড়ে যখন সমবায়ের জয়যাত্রা, তখন সিলেট বিভাগ যেন রয়ে গেছে উন্নয়নের মানচিত্রে...

সুদানে ভয়াবহ গণহত্যা চালালো আরএসএফ

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে ভয়াবহ গণহত্যার চিত্র উঠে এসেছে। আবুবকর আ...

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার পথে সরকার

জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতার দিকে এগোচ্ছে সরকার। ইতোমধ...

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমালো সরকার

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য...

কয়েকটি দলের মন রক্ষায় প্রধান উপদেষ্টা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন: মঞ্জু

কয়েকটি রাজনৈতিক দলের মন জুগিয়ে চলতে গিয়ে প্রধান উপদেষ্টা দেশকে অনিশ্চিত গন্তব...

মোরেলগঞ্জে ভরা মৌসুমে সারের জন্য হাহাকার কৃষকরা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে য...

বাংলাদেশ গ্রাহক বাজারে পাঁচ মাসেই মুখ থুবড়ে পড়ল স্টারলিংক

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রা...

আবারো জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা