বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “Hands-on Workshop on Computer Hardware Servicing to Generate Skill-Based Employment Opportunity (Laptop Servicing L-2) – Batch #2” সম্পন্ন হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হওয়া এই কর্মশালা ১৭ ফেব্রুয়ারি তারিখে শেষ হয়।
আজ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানটি বিসিএস ইনোভেশন সেন্টার, ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাহিদ আফরোজ, যুগ্ম সচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসক, বাংলাদেশ কম্পিউটার সমিতি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফয়সাল খান, সহকারী পরিচালক, বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়।
নিজের বক্তব্যে নাহিদ আফরোজ বলেন, "এই ধরনের দক্ষতামূলক প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচন করবে এবং তথ্যপ্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার এবং মোঃ ফিরোজ আহমেদ বাবলু, সিএফও, এন,ই,সি গ্রুপ। এছাড়াও নিউ টেক আইটি ট্রেনিং সেন্টারের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় ব্যাচের সেরা তিনজন করে মোট ছয়জনকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সকল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তোজাম্মেল শিকদার কিরণ, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ কম্পিউটার সমিতি।
আমার বাঙলা/ এসএ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            