খেলা

হামজাকে নিয়ে সমর্থকদের সুখবর দিলো বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

এবার হামজা চৌধুরীকে নিয়ে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজার সঙ্গে লাল-সবুজ সমর্থকদের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিচিতি পর্ব আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বের খেলা শেষে ডাকা হবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। যেখানে প্রাধান্য পাবে তরুণ ফুটবলাররা।

নিঃসন্দেহে দেশের ফুটবলে এখন বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, সবখানেই ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রে থাকেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজার খুঁটিনাটি সব খবরই রাখেন লাল-সবুজ ফুটবল সমর্থকরা।

ভক্তদের সঙ্গে হামজার সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মার্চে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সে সময় সম্ভব না হলেও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে হামজার সঙ্গে সমর্থকদের পরিচিতি পর্বের আয়োজন করতে চায় ফেডারেশন। যেখানে সমর্থকদের জন্য রাখা হবে বিশেষ সেশন।

এ বিষয়ে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘দর্শকরাও তার কথা শুনতে পারে, তাকে দেখতে পারে, মত বিনিময় করতে পারে, হ্যান্ডসেক করতে পারে, ছবি তুলতে পারে। সে ধরনের আয়োজনের পরিকল্পনা আমাদের আছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প ডাকবে বাফুফে। সেখানেই প্রাধান্য পেতে পারেন তরুণ ফুটবলাররা। যদিও তা নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরা ওপর।

বাবু বলেন, ‘একটা খেলার পরেই লিগটা বন্ধ হবে। বন্ধ হলে আমরা জাতীয় দলের ক্যাম্প ডাকব। সেখানে উদীয়মান খেলোয়াড় কারা সুযোগ পেতে পারে, সেদিকেও দৃষ্টি থাকবে। সাফে যেন আমরা ভালো করতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। প্রেসিডেন্টের মূখ্য বিষয় এবং তার নির্দেশ কীভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের র‌্যাঙ্কিংটা ভালো করা যায়।’

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে একের পর এক প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে বাফুফে। সেখান থেকেই তরুণ ফুটবলার অন্বেষণ করবে বাফুফে।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘তারুণ্য উৎসবের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা জেলাতে শুরু করেছি। রাঙামাটির স্থানীয় খেলোয়াড় আছে, তাদেরকে নিয়ে আমরা ম্যাচ খেলাব। সেখান থেকে আমরা খেলোয়াড় বের করার চেষ্টা করব।’

এদিকে জেলা ভিত্তিক ফুটবল অ্যাসোসিয়েশনগুলো শক্তিশালী করার জন্য কাজ করছে বাফুফে। দ্রুতই ডিএফএ গুলোর কমিটি দেওয়াসহ জেলা পর্যায়ে নিয়মিত খেলা আয়োজন করবে বাফুফে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ই-সিগারেট উৎপাদন নিষিদ্ধের নির্দেশনায় সরকারের প্রতি বাংলাদেশ তামাক বিরোধী জোটের কৃতজ্ঞতা

দেশে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) উৎপাদনের অনুমতি...

বুবলীর চমক,অন্য রকম জীবন

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’ শুরু হলো ‘ম...

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, একাধিক দেশে সুনামি সতর্কতা

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘা...

সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া...

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

টানা বৃষ্টি ও আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটির আইক...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা