ছবি: সংগৃহীত
খেলা

এক বছরের মধ্যেই দলকে গোছাতে চান মিরাজ

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন ধরে ছন্দে নেই বাংলাদেশ; সংকট কাটিয়ে এক বছরের মধ্যেই দলকে গোছাতে চান মিরাজ। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে ব্যর্থতা, পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে মুখ থুবড়ে পড়েছে দেশের সবচেয়ে ‘শক্তিশালী’ সংস্করণটি।

এমন সংকটময় সময়ে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও মেয়াদ বেশি নয়, আপাতত এক বছরের জন্যই ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। তবুও এই স্বল্প সময়ে দলকে গুছিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন ভূমিকায় নিজের ভাবনার কথা জানালেন মিরাজ। তিনি বলেন, ‘লম্বা সময় পেলে অবশ্যই ভিশন তৈরি করা যায়। কিন্তু যেহেতু দল হিসেবে আমরা এখন একটা কঠিন সময় পার করছি, সম্ভবত বোর্ড চাচ্ছে এই এক বছরে একটা জায়গায় দাঁড় করাতে। এরপর হয়তো তারা চিন্তা করবে ভবিষ্যতে কী করা যায়। ’

গত কয়েক বছরে ওয়ানডেতে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। ২০২৩ সালের বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে জয়, চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো জয় না পাওয়া, আর দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও বাজে ফল। সব মিলিয়ে সংকট যেন বাড়ছেই। ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত খেলা ৪৩টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ১৪টি।

সবশেষ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে ১৩ ম্যাচে জয় আসে কেবল চারটিতে। ফলে আইসিসি র‌্যাংকিংয়েও বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। নেমে গেছে ১০ নম্বরে! যা ২০০৬ সালের পর সর্বনিম্ন অবস্থান।

এমন প্রেক্ষাপটে এক বছরের জন্য অধিনায়কত্ব পেয়ে বড় দায়িত্বই কাঁধে নিয়েছেন মিরাজ। জানালেন, সিনিয়র দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ অবসরে চলে যাওয়ায় এখন নতুনদের স্থায়ী জায়গা করে দেওয়াটাই তার অন্যতম লক্ষ্য, ‘এখন সময় এসেছে ওয়ানডে দলকে একটা নির্দিষ্ট কাঠামোয় দাঁড় করানোর। যারা সুযোগ পাবে, এক বছরের মধ্যে তাদের জায়গা সেট করা সম্ভব বলে আমি মনে করি। ’

জাতীয় দলের অধিনায়কত্ব অবশ্য নতুন নয় মিরাজের কাছে। গত বছর আফগানিস্তানের বিপক্ষে শান্তর অনুপস্থিতিতে এক ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ওয়ানডে ও দুই টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ওয়ানডেতে জয়ের মুখ না দেখলেও টেস্টে ক্যারিবীয়দের হারিয়ে সাফল্য পেয়েছিলেন তিনি। তবে হঠাৎ পাওয়া অধিনায়কত্বের চেয়ে এবার পরিস্থিতি ভিন্ন বলে মনে করেন মিরাজ। আর সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চান পুরোপুরি।

মিরাজ বলেন, ‘সেদিনের পরিস্থিতি ভিন্ন ছিল। আমি শুধু মাঠের দায়িত্বে ছিলাম, কিন্তু পুরো সেটআপ ছিল শান্তর পরিকল্পনায়। এবার একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করার চেষ্টা থাকবে আমার। দলকে কীভাবে বুস্ট আপ করা যায়, সেটা নিয়ে কাজ করব। ’

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মিরাজের নেতৃত্বে নতুন পথচলা। সম্ভাব্য ২১টি ওয়ানডে ম্যাচের এই মিশনে লক্ষ্য একটাই..বাংলাদেশকে ওয়ানডে ফরম্যাটে পুরনো ধারায় ফিরিয়ে আনা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মী হেনস্থার অভিযোগ ১০ দলীয় জোট প্রার্থীর

পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী–কলাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বা...

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা