ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তিনি সৌদির উদ্দেশে ঢাকা ছাড়েন।
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রিপর্যায়ের বৈঠকে আয়োজন করেছে ওআইসি। সংস্থাটির মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দেবেন তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জেদ্দায় ওআইসির মন্ত্রিপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামী ৭ মার্চ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা ওআইসির মন্ত্রিপর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            