অর্থ বিভাগের একজন যুগ্ম সচিবকে বদলি এবং নন-ক্যাডার পদ থেকে উচ্চ পদে (সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব) পদ সংরক্ষণের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন একদল কর্মকর্তা-কর্মচারী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় চত্বরে বিক্ষোভ শেষে সেখানে সমাবেশ করেন তারা।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বদিউল কবীর সেখানে বলেন, "মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব জিয়াউর রহমান ও জনাব আসলাম অর্থ বিভাগের যুগ্ম সচিব নাদিরা সুলাতানার নিকট যান। তখন তিনি আমাদের দুজন প্রশাসনিক কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
"জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান তৎক্ষণাত অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন এবং তিনি ঘটনাস্থলেই দুইবার বমি করেন। এ অবস্থার পূর্বে তিনি পানি পান করতে চাইলে তাকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। এ খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের কর্মচারীগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং চিকিৎসার জন্য অচেতন অবস্থায় উক্ত কর্মকর্তার অফিস কক্ষ থেকে উদ্ধার করে সচিবালয় ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি পরিলক্ষিত হওয়ায় ডাক্তার পরামর্শ অনুযায়ী দ্রুত সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়।"
বদিউল কবীর বলেন, "এরূপ অসদাচরণের জন্য এবং সচিবালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র হিসেবে গণ্য করে বিশৃঙ্খলার দায়ে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. নাদিরা সুলতানাকে অবিলম্বে সচিবালয় থেকে দ্রুত বদলি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
"সচিবালয়ের কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা তথা নন-ক্যাডার পদ হতে উচ্চ পদে পূর্বের ধারাবাহিকতায় প্রাপ্য কোটা, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব অনুযায়ী পদ সংরক্ষণের জন্য বিভিন্ন সময়ে দাবি দাওয়া জানিয়ে আসছি। দাবির প্রেক্ষিতে যৌক্তিকতা উপলব্ধি করে জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।
এসব দাবি নিয়ে শতাধিক কর্মকর্তা-কর্মচারী মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানের কক্ষের সামনে অবস্থান নেন।
এরপর বুধবার সকালে তারা সচিবালয় চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভ মিছিল পুরো সচিবালয় প্রদিক্ষণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে গেলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেখে হট্টগোল করতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়েরর সামনে বৃহস্পতিবার আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়ে তারা ফিরে যান।
আমার বাঙলা/এনবি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            