প্রবাসী শ্রমিকদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (১১ নভেম্বর) লাউঞ্জের উদ্বোধনকালে তিনি বলেন, ‘আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে’।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল বিমানবন্দরে এ ধরনের প্রবাসী লাউঞ্জ এটিই প্রথম। এখানে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা থাকবে এবং খাবারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। মাতৃভূমির জন্য ত্যাগ স্বীকার করায় বাংলাদেশি প্রবাসী শ্রমিক এবং প্রবাসী সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানান নজরুল।
বাংলাদেশে আইওএম মিশনের উপপ্রধান ফাতিমা নুসরাত গাজ্জালি বলেন, বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের সহায়তা করতে এ লাউঞ্জ নির্মাণে আর্থিক সহায়তা করেছে জাতিসংঘের সংস্থাটি। তিনি বলেন, এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত। বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের সাহায্য করতে আইওএমের পৃষ্ঠপোষকতায় প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
.
আমার বাঙলা/এসএইচ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            