নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ৪৬ হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৪৮ হাজার ৩৩৭ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, আগামী অর্থবছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ৪৬ হাজার হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি, যা ২০২৩-’২৪ অর্থবছরে ছিল ৪৮ হাজার ৩৩৭ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” এই প্রত্যয়ে আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিক সুবিধাদির অন্যতম অনুসঙ্গ হিসেবে গ্রাম ও শহরে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, সংস্কার ও সংরক্ষণ করছে। দেশব্যাপী যোগাযোগ অবকাঠামো নির্মাণ, সুপেয় পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা, ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ নানা কর্মকান্ডের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকাবাসীর দৈনিক প্রায় ২৬৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসা দৈনিক প্রায় ২৭৫ কোটি লিটার সরবরাহ করার সক্ষমতা অর্জন করেছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসাও নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ করছে।
তিনি বলেন, গ্রাম-শহরের ব্যবধান হ্রাস করে দেশের সকল জনগনের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মসূচীসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অর্থমন্ত্রী আরো বলেন, সরকার গ্রাম নির্ভর অথনৈতিক কর্মকাণ্ড বেগবান করার লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচী, আয়বর্ধক কর্মসূচী, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গ্রামীন সুবিধাবঞ্চিত মহিলা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করতে গাভীর জাত উন্নয়ন কার্যক্রম সংরক্ষণে ও নারীর ক্ষমতায়নের লক্ষে আবর্তক ঋণ সহায়তা দেয়া হয়েছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            