সংগৃহীত
রাজনীতি

উপজেলার মহিলা দলের সভাপতির পদ পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির পদ পেয়েছেন আরজিনা পারভীন চাঁদনী। তিনি ইতোপূর্বে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী হয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

শুধু চাঁদনী নয়, কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন নাছিমা বেগম। অথচ তিনি উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন তাঁতী লীগের সভানেত্রী ছিলেন।

এরই মধ্যে কমিটির তালিকাসহ সভাপতি আরজিনা পারভীন চাঁদনীর দলের ফরম সংগ্রহ ও শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।

অভিযোগ উঠেছে, তদবির ও অর্থ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের নেত্রী হয়েও মহিলা দলের পদ পেয়েছেন। তারা ৫ আগস্টের আগেও বিএনপির বিরুদ্ধে সক্রিয় ছিলেন। অথচ জেলা মহিলা দলের নেত্রীরা জেনে শুনেই তাদেরকে পদ দিয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার সভানেত্রী ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে ৫১ সদস্যের পলাশবাড়ী থানার মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

তালিকায় দেখা গেছে, ১ নম্বর ক্রমিকে মহিলা দলের সভাপতি হিসেবে আরজিনা পারভীন চাঁদনী ও ৮ নম্বর ক্রমিকে নাছিমা বেগমের নাম। এই তালিকা প্রকাশের পরপরেই নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই সঙ্গে মহিলা দলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে আওয়ামী লীগ নেত্রীদের নাম দেখে ক্ষুব্ধ নেতাকর্মীর অনেকেই প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করছেন। কেউ কেউ প্রকাশ্যে মন্তব্য করেছেন, টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পলাশবাড়ীতে মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে তারা ৫ আগস্টের আগে বিএনপির বিরুদ্ধে কাজ করেছে। দুই নেত্রী আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেও অর্থের বিনিময়ে মহিলা দলের কমিটিতে পদ পেয়েছেন। দ্রুত বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে শতভাগ স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

পলাশবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু বলেন, যিনি আওয়ামী লীগের সংরক্ষিত আসনের প্রার্থী হয়ে দলের মনোনয়ন ফরম কেনেন তিনি কীভাবে মহিলা দলের সভাপতি হয়। যারা এই কমিটি দিয়েছে তাদের স্বার্থ ও উদ্দেশ্য বেশ স্পষ্ট। আমরা জিয়ার সৈনিক রাজপথই আমাদের ঠিকানা। আমরা কখনো আওয়ামী লীগের প্রেতাত্মাদের দলে জায়গা দেবো না।

আরজিনা পারভীন চাঁদনী দাবি করেন আওয়ামী লীগ করার প্রশ্নই ওঠে না, এরকম ছবি বিএনপি নেতাদের সঙ্গেও রয়েছে। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করেন এবং এখনো একজন জনপ্রতিনিধি।

এই কমিটি ঘোষণার পর বিভিন্ন মহলের নানা রকমের প্রশ্নের সম্মুখীন হওয়ায় উক্ত কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়।

গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী শোভা আকতার বলেন, দলীয় সিদ্ধান্তে পলাশবাড়ী থানা মহিলা দলের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা পরবর্তীতে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবো।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমা...

পেকুয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলার পেকুয়া থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াব...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা