নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে সকাল থেকেই বিএনপির হাজারও নেতাকর্মী ওই এলাকায় জড়ো হন।
দলটি জানিয়েছে, এ ছাড়া বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরতে বিরোধী দলের সব জেলা শাখা একই দিনে একই ধরনের কর্মসূচি পালন করছে।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে তারা এই কর্মসূচি সফলভাবে পালন করতে চান।
সরকারি সংস্থা কর্তৃক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গুমের শিকারদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এক সমাবেশের আয়োজন করে।
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার।’
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            