ছবি: সংগৃহীত
রাজনীতি

 পল্টনে আজ ৮ দলের যৌথ সমাবেশ

আমার বাঙলা ডেস্ক

অভিন্ন পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা আট দল আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে যৌথ সমাবেশ করবে।

তাদের দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর গণভোট আয়োজনের মতো বিষয়।

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি দল আজ দুপুর ২টায় ঢাকার পল্টন মোড়ে সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে একটি 'জোরালো বার্তা' দেওয়ার পরিকল্পনা করছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটি জানান। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের যোগাযোগ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

হামিদুর রহমান আযাদ জানান, ১৮ সেপ্টেম্বর থেকে জোটের প্রতিবাদ কর্মসূচির পঞ্চম ধাপ হিসেবে এই সমাবেশে লাখো সমর্থক যোগ দেবেন বলে তারা আশা করছেন। অন্তর্বর্তী সরকারকে জামায়াতের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার একদিন পর এটি অনুষ্ঠিত হচ্ছে।

গত বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সতর্ক করে বলেছিলেন, সরকার যদি ১০ নভেম্বরের মধ্যে তাদের দাবি মেনে না নেয়, তাহলে ঢাকার ভিন্ন চিত্র দেখা যাবে।

আযাদ জানান, মঙ্গলবারের সমাবেশ সরকারকে একটি স্পষ্ট বার্তা দেবে। 'হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ সমাবেশে যোগ দেবেন,' বলেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ ও এর বাস্তবায়ন আদেশ দুটো আলাদা বিষয় হলেও বিএনপি দুটো বিষয়কে এক করে ফেলছে । তিনি বলেন, নয় মাস ধরে ঐকমত্য কমিশনে সব দল মিলে কাজ করল। কিছু দলের পদক্ষেপ প্রক্রিয়াটিকে বিলম্বিত করেছে।

আযাদ আরও বলেন, বর্তমান সংকট সমাধানের জন্য সংলাপের দরজা খোলা রয়েছে। 'সরকার বা রাজনৈতিক দলগুলো এই উদ্যোগ নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। তবে সনদের বাস্তবায়ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সংকট উত্তরণের রাস্তা বের করে আনা উচিত।'

আজকের সমাবেশ জনসাধারণের অসুবিধার কারণ হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সময়মতো এটি শেষ করার চেষ্টা করা হবে। 'যদি ট্র্যাফিক ব্যবস্থা ঠিকভাবে কাজ করে, তাহলে বড় কোনো যানজট হবে না,' বলেন হামিদুর রহমান আযাদ।,

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাহাড়ি বনাঞ্চলে চলছে লুটের মহোৎসব

মৌলভীবাজারের পাহাড়ি বনাঞ্চলে চলছে বাঁশ ও বেত লুটের মহোৎসব। জেলার চারটি রেঞ্জে...

রাজধানীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি কর...

জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত

প্রত্যাহারের দুই মাস পর এবার বরখাস্ত হলেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাব...

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাং...

বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ

সংবাদ পরিবেশনে গাজা, ডোনাল্ড ট্রাম্প এবং ট্রান্সজেন্ডার অধিকারসহ বিভিন্ন সংবে...

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বি...

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের পর দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, উত...

আওয়ামী লীগ ছাড়া আমি নির্বাচনে যাবো না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, ‘...

 পল্টনে আজ ৮ দলের যৌথ সমাবেশ

অভিন্ন পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা আট দল আজ মঙ্গলবার (১১ নভেম্ব...

নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ, নিষিদ্ধ পোস্টার ব্যবহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সব প্রার্থীর জন্য এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা