আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান ফিলিস্তিন ও ইসরাইলের যুদ্ধে হামাসের হামলায় কমপক্ষে ৯ মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
সোমবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: সিএনএন।
মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, এই মুহূর্তে আমরা ৯ জন মার্কিন নাগরিকের নিহতের বিষয়টি নিশ্চিত করছি। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের ইসরাইলি অংশীদারদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজর রাখছি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধান পেতে ইসরাইল সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। নিহত ৯ মার্কিন নাগরিকের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি।
হামাস-ইসরায়েল সংঘাতে মার্কিন নাগরিকদের হতাহতের বিষয়ে তথ্য সংগ্রহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, শনিবার সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় কয়েক শ’ হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরাইলে রকেট হামলা চালায় তারা। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী।
এখন পর্যন্ত ফিলিস্তিনে পাঁচ শতাধিক ও ইসরাইলে আট শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            