আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহের শেষ দিকে একটি গলফ বল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসময় বিস্ফোরণে চারজন দমকলকর্মী মারা গেছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) কর্মকর্তারা একথা জানান।
স্থানীয় সরকারের তথ্য অনুসারে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাতভর আগুনে ১শ’ জনের অধিক লোক আহত হয়েছে। আহতদের বেশিরভাগই পিংটুং কাউন্টির দূর্ঘটনা কবলিত কারখানাটির শ্রমিক। তথ্যসূত্র: এএফপি
বার্তাসংস্থা এএফপি’কে স্থানীয় এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পাওয়া কয়েকটি মৃতদেহ শনাক্তের জন্য আরও পরীক্ষার প্রয়োজন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।
শনিবার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুন লাগার কারণ অনুসন্ধানের প্রতিশ্রুতি দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ ।
স্থানীয় মিডিয়াকে পিংটুং ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বলেন, কারখানার ভিতরে সংরক্ষিত রাসায়নিক পারক্সাইড একটি বড় এবং কয়েকটি ছোট বিস্ফোরণের কারণ হতে পারে।
বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে যাওয়ায় বেশ কিছু লোক ভেতরে আটকা পড়ে আছেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            