আন্তর্জাতিক ডেস্ক : আরব বিশ্বের ছয়টি দেশ সফরের পর সোমবার ইসরাইলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গাজার মানবিক সংকট দূর করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। সূত্র: এএফপি
সংহতি দেখানোর জন্য আকস্মিকভাবে তেল আবিব সফরের মাত্র চারদিন পর ব্লিঙ্কেন জেরুজালেমে ইসরাইলি নেতাদের সাথে সাক্ষাত করবেন বলে আশা করছেন। তিনি এমন এক সময় ইসরাইল সফর করছেন যখন ইসরাইল গাজা উপত্যকায় বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
ব্লিঙ্কেন কায়রোতে রোববার সাংবাদিকদের বলেন, ‘আমাদের অন্যান্য অংশীদারদের সাথে গত কয়েকদিনের সফর চলাকালে আমাদের ইসরাইলি মিত্র ও বন্ধুদের নিয়ে এগিয়ে যাওয়ার পথ সম্পর্কে কথা বলে আমি যা শুনেছি, আমি যা শিখেছে তা আমি শেয়ার করার একটি সুযোগ চাই।’
তিনি এমন এক সময় এই সফরে এলেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেক গুরুত্বের সাথে ইসরাইল সফরের আমন্ত্রণ বিবেচনা করছেন।
হামাস যোদ্ধারা ইসরাইলের সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার পর দেশটি হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
এদিকে হামাসের হামলার জবাবে গাজায় ইসরাইলের ব্যাপক হামলায় ২,৬৭০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ ফিলিস্তিনের সাধারণ নাগরিক।
মার্কিন কর্মকর্তরা বলছেন, ব্লিঙ্কেন তার সফরকালে নেতাদের কাছ থেকে হামাসের ব্যাপক বিরোধীতার কথা শুনলেও ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
কায়রোতে ব্লিঙ্কেন বলেন, ‘আমি এটাও বলেছি যে আমরা গাজার জনগণের চাহিদা মেটাতে যা যা করতে পারি তা করতে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছি।’
তিনি আরো বলেন, ‘হামাসের নৃশংসতার জন্য সেখানের (ফিলিস্তিনের) বেসামরিক নাগরিকদের কষ্ট পেতে হবে না।’
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            