আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মার্টি আহতিসারি মারা গেছেন। তিনি ১৯৯৪-২০০০ সাল পর্যন্ত ফিনল্যান্ডের ১০ম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
সোমবার (১৬ অক্টোবর) ৮৬ বছর বয়সে মারা যান জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
২০০৮ সালে আন্তর্জাতিক সংঘাত সমাধানের জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
আহতিসারি জানিয়েছেন, শান্তি হলো ইচ্ছার প্রশ্ন। সকল দ্বন্দ্ব মীমাংসা করা যেতে পারে এবং সেগুলো চিরস্থায়ী হতে দেওয়ার জন্য কোনও অজুহাত নেই।
এছাড়াও তিনি বৈশ্বিক খ্যাতি ফিনল্যান্ডের ভাবমূর্তিকে বেশ বাড়িয়ে তোলেন কারণ এ দেশটি সাবেক সোভিয়েত ইউনিয়নের ছায়া থেকে বেরিয়ে এসেছিল।
তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের সময় ফিনল্যান্ডের ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদকে সমর্থন করেছিলেন এবং ভোটারদের এ সংক্রান্ত গণভোটে সমর্থন দিতেও উৎসাহিত করেছিলেন। পরে ফিনল্যান্ডের-ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়টি ৫৭ শতাংশ সমর্থনে পাস হয়।
আহতিসারির জন্ম ১৯৩৭ সালে ভিপুরিতে, এ অঞ্চলটি এখন রাশিয়ার অংশ। ২বছর বয়সে সোভিয়েত বাহিনী তাদের এলাকা আক্রমণ করলে তার পরিবার ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শৈশবের সেই বছরগুলো তাকে ‘চিরন্তন বাস্তুচ্যুত ব্যক্তিতে’ পরিণত করেছিল ও এ কারণে তিনি উদ্বাস্তুদের দুর্দশার প্রতি ছিলেন সংবেদনশীল।
তিনি শিক্ষক হয়েছিলেন তরুণ বয়সে এবং পাকিস্তানে শিক্ষামূলক প্রকল্পে অংশ নিয়েছিলেন। তিনি ১৯৬৫ সালে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন ও ১৯৭৩ সালে তানজানিয়ায় ফিনিশ রাষ্ট্রদূত নিযুক্ত হন।
তিনি ১৯৭৭-১৯৮১ সাল পর্যন্ত নামিবিয়ায় জাতিসংঘের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ও ১৯৯০ এর দশকের শুরু পর্যন্ত বিভিন্ন ভূমিকায় এ অঞ্চলে এবং বাইরে কাজ করেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            