সংগৃহীত
শিক্ষা
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থী হত্যা, আসামিদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় তারা সড়কে আগুন জালিয়ে অবরোধ করে।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার খাগান-ড্যাফোডিল ইউনিভার্সিটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা জানায়, গত ২৭ অক্টোবর আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে খাগান এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজু হাসপাতাল পরে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায়। এরপর পরিবারের তত্ত্বাবধানে তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর মারা যায় অন্তর।

এ ঘটনায় মামলা দায়ের হলে মামলার আসামি রাহাতকে গ্রেপ্তার করা হয়। তবে বাকি আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমরা আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে গড়িমসি করেছেন।

আমাদের প্রধান দাবি বাকি আসামিদের গ্রেপ্তার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি। আমরা তাই আসামির গ্রেপ্তার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি।

ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য ড. লুৎফর রহমান এ বিষয়ে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। সে আমাদের পরিবারেরই সদস্য। আমরা অত্যন্ত মর্মাহত।

এ ব্যাপারে শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। তাদের দাবি নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আয়ত্তের মধ্যে সব দাবি আমরা মেনে নিয়েছি।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা এ বিষয়ে বলেন, শিক্ষার্থীরা একটি সড়ক অবরোধ করেছিলেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সময়ের পালাবদলে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ

সময় যেন নিঃশব্দে বদলে যায়। একসময় মৌলভীবাজারের জুড়ীর গ্রামগুলোতে হেমন্ত মানেই...

চালাকচর বাজারে ভোক্তা অধিকারের অভিযান

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি, নরসিংদী জেলায় চালাকচর বাজ...

খাদ্য অনিয়মে ‘দয়াময়ী মিষ্টান্ন’কে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার মিষ্টির দোকান ‘দয়াময়ী মিষ্টান্ন’...

বে–টার্মিনালে বিনিয়োগের আগে প্রকল্প যাচাইয়ে ব্যস্ত বিশ্বব্যাংক টিম

চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণে সবচেয়ে বড় উদ্যোগ ‘বে–টার্মি...

১০ ডিসেম্বর হতে পারে তফসিল ঘোষণা

আগামী ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে র...

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানের সময় একটি ওয়ান শুটারগান ও...

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা"

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (...

সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরে নভেম্বর মাসের মাসিক অপরাধ প...

আমাদের মেয়েরা প্রত্যেকেই একেকজন রোকেয়া': জেলা প্রশাসক জাহিদুল

চট্টগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৯ ডিসেম্বর জেলা প্রশ...

চট্টগ্রাম মেডিকেলের পাশে অচেনা ব্যক্তির লাশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের বাইরে অজ্ঞাত এক ব্যক্তির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা