রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯২২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু'জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পৌর শহরের রঘুনাথপুর গ্রামের মোঃ জাকির সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার (৩৩) ও নারায়নপুর গ্রামের মৃত কেসমত আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৫)।
জানা যায়, শনিবার (০৮ মার্চ ) ভোর ৪টার দিকে পাংশা মডেল থানার এস আই ওবায়দুর রহমান, এ এস আই রাজু আহমেদ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে পৌর শহরের সকাল সন্ধ্যা রেস্টুরেন্টের সামনে থেকে একজন ও নারায়ণপুর রেলওয়ে সংলগ্ন টাওয়ারের পাশে বসত বাড়ি থেকে একজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৯২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, রেজিষ্ট্রেশন বিহীন একটি অ্যাপাচে আরটিআর মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            