গরমের প্রভাব কমে শীত আসার সময় হয়ে এলেও এখনো দেখা মিলছে না শীতের বরং আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে- রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুএক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
এতে আরও বলা হয়, ‘দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতকুন্ডে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২০ মিনিটে আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।