ফেনী প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনীতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্লাহ খন্দকার ও জোসনা আরা বেগম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলী অবজারভারের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী সদর উপজেলা বন কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি এম. এমরান পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজিবের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হেলালুদ্দিন, ফেনী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হাশেম, দৈনিক প্রভাত আলোর নিবাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন ফেনী জেলা শাখার সহ-সভাপতি সুরঞ্জিত নাগ, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক আফতার উদ্দিন, কোষাধ্যক্ষ মোল্লা মো. ইলিয়াছ, কমিটির নির্বাহী সদস্য মোস্তফা কামাল বুলবুল, আবদুল্লাহ আল-মামুন, জুলহাস তালুকদার, সদস্য জিয়াউল হক সোহেল, মো. শাহজাহান বাদশা সাজু, নুরুল্লাহ কায়সার, আরিফ আজম সহ ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
এ সময় ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।
এবি/ওশিন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            