সংগৃহিত
সারাদেশ
শরীয়তপুর-১:

একাই নিজের প্রচারণা চালাচ্ছেন গোলাম মোস্তফা

জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে নানাভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে কেউ ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে কেউবা করছেন উঠান বৈঠক। তবে এদের মধ্যে ব্যতিক্রম শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা হাওলাদার। তিনি ভিন্নভাবে চালাচ্ছেন তার নির্বাচনী প্রচারণা। তার এই নির্বাচনী প্রচারণায় নেই কোনো নেতাকর্মী। একাই পোস্টার লাগানোসহ গণসংযোগ করছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর-১ আসন। এ আসনে রয়েছে দুটি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে স্বতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩৪৯। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৯০ হাজার ৪০৮ ও নারী ১ লাখ ৭২ হাজার ৯১০ ও তৃতীয় লিঙ্গের ১১। এসব ভোটার ১৩৫টি ভোটকেন্দ্রের ৪৭৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে অ্যাডভোকেট মাসুদুর রহমান, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীক নিয়ে আবুল বাসার মাদবর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীক নিয়ে মো. আব্দুস সামাদ ও স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মোস্তফা ঈগল পাখি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, তফসিল ঘোষণার পর সংসদ সদস্য হতে শরীয়তপুর-১ আসন থেকে প্রথম মনোনয়ন কেনেন জাজিরা উপজেলার নাওডোবা এলাকার গোলাম মোস্তফা হাওলাদার। নির্বাচনী হলফনামায় তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন। তার বাৎসরিক আয় ২ লাখ ৫০ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ সাড়ে ৭ লাখ টাকা। আওয়ামী লীগের দূর্গ খ্যাত জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা হাওলাদার জানান, নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য একটি অটোরিকশা ভাড়া করেছেন তিনি। ভাড়া নেওয়া অটোরিকশায় দুটি মাইক নিয়ে প্রতিদিন তার নির্বাচনী এলাকার ৫ থেকে ৬টি ইউনিয়নে গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন। তার এই নির্বাচনী কাজে তাকে সহযোগিতা করেন অটোরিকশাচালক ও দুই সহযোগী। দড়িতে পোস্টার লাগিয়ে উঁচু স্থানে মইয়ের সাহায্যে উঠে নিজেই পোস্টার লাগান বলেও জানান তিনি।

স্থানীয় কয়েকজন ভোটার এ বিষয়ে বলেন, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা নিজে একাই তার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি একটি অটোরিকশা নিয়ে মাইকের সাহায্যে ভোট চান এবং পাশাপাশি পোস্টার লাগান। এছাড়া তার ব্যবহারও ভীষণ ভালো।

এই ভিন্নধর্মী প্রচারণার বিষয়ে তিনি বলেন, একজন এমপি যত ভালো করুক না কেন তার আশপাশের নেতাকর্মীদের জন্য তিনি ভালো থাকতে পারেন না। তাই আমি নেতাকর্মীদের প্রাধান্য না দিয়ে সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে চাই। তবে কেউ যদি ভালো কাজে উদ্যোগ গ্রহণ করে, আমি তাকে সাধুবাদ জানাবো। তাদের জানবো এবং শুনবো, পরে আমি তাদের আমার পাশে রেখে দেশের উন্নয়নে কাজ করবো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহিদ মিনারে সিএমপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে চ...

মহান বিজয় দিবসে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সর্ব...

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধায় সিক্ত জাতীয় স্মৃতিসৌধ

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ নামক একটি স্বাধ...

বড়দিন উপলক্ষ্যে বান্দরবানে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন–২০২৫ উপলক্ষ্যে বান...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা