আশ্রাফ উজ-জামান রুবেল, সাতক্ষীরা: তালায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
শারীরিক অসুস্থতাবোধ করায় ১৫ দিন পূর্বে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে।
রবিবার (৩ডিসেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দারকে দেখতে তার বাড়িতে যান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও কৃষকলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি জাহিদুর রহমান লিটু, তালা থানা কৃষকলীগ এর আহবায়ক শংকর কুমার দাস, পাটকেলঘাটা থানা কৃষকলীগ এর আহবায়ক শাহিদুজ্জামান পাইলট, তালা থানা কৃষকলীগ এর যুগ্ন আহবায়ক সঞ্জয় দে, আশরাফ উজ জামান রুবেল, শেখ আঃসালাম, আঃ হামিদ প্রমুখ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দারের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            