রাজবাড়ীতে অগ্নিযুগের কিংবদন্তি বিপ্লবী, ব্রিটিশবিরোধী সংগ্রামী এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড আশু ভরদ্বাজের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে রাজবাড়ী শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা । শুরুতেই আশু ভরদ্বাজকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পাঠ করা হয় ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ড শহীদ দিবসের প্রেক্ষাপটে লেখা একটি স্মৃতিচারণমূলক রচনা।
স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল, উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, সদস্য কমল কে সরকার, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন বৈচিত্র্যের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস।
আশু ভরদ্বাজের জন্ম ১৯২০ সালের ২১ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ঊনশিয়া গ্রামে। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তিনি আন্দামান দ্বীপে কারাবরণ করেন এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশেও রাজনৈতিক সক্রিয়তায় যুক্ত ছিলেন। তিনি ছিলেন একজন সৎ, নির্লোভ, অকৃতদার সমাজতান্ত্রিক রাজনীতিবিদ, যিনি আজীবন কুমারিত্ব পালন করেছেন।
স্মরণসভায় বক্তারা আশু ভরদ্বাজের সংগ্রামী জীবনাদর্শ ও ন্যায়ের পক্ষে অবস্থানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বর্তমান প্রজন্মকে তাঁর মতো সাহসী ও আদর্শিক নেতৃত্বের অনুসরণ করার আহ্বান জানান।
১৯৯৩ সালের ১৬ এপ্রিল তিনি রাজবাড়ীতে মারা যান।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            