জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক বিটের সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি'র ২৩তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৮ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম প্রধান বেসরকারি টিভি চ্যানেল-একুশে টেলিভিশন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম এবং সিজেএফবি’র সভাপতি এনাম সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারো জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সঙ্গীত-চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বছরের সেরা পারফর্মারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে ইটিভ-সিজেএফবি সন্মাননা। থাকবে দেশ সেরা তারকাদের পারফর্মেন্সও।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন, কনভেনর তামিম হাসান এবং সিজেএফবি’র সাধারণ সম্পাদক এম এস রানা। সিজেএফবি’র সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন- ইভেন্টের স্পন্সর পাইকারি ডটকম বিডির সিইও নাবির হোসেন, ভাসাভি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান, ইত্তেফাক হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। সংবাদ সম্মেলনের উপস্থাপনা করেন অভিনেতা এফ এস নাঈম ও শান্তা জাহান।
জানা যায়, সিজেএফবি’র বিগত ২২ বছরে একুশে টিভি টানা সাত বছর অফিসিয়াল ব্রডকাস্টার পার্টনার হিসেবে যুক্ত ছিল। এবারই প্রথমবার টাইটেল স্পন্সর হয়ে সিজেএফবি’র সঙ্গে যাত্রা শুরু করল একুশে টেলিভিশন। এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান টেলিভিশনটির চেয়ারম্যান আবদুস সালাম এবং সিজেএফবি’র সভাপতি এনাম সরকার।
উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত হয় সিজেএফবি। সংগঠনের ২৫ বছরে এটি সিজেএফবি’র ২৩তম পুরস্কার বিতরণী আসর।
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            