নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪’ এর অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার (ডিজিটাল) মো. রায়হান উল্লাহ্ রবিন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই পুরস্কার ঘোষণা করা হয়।
একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের মার্কেটিং এক্সিকিউটিভ নুসরাত জাহান।

গণমাধ্যমে কর্মরত ৩০ বছরের কম বয়সীদের স্বীকৃতি দিতে ইনমা তাদের ‘ইয়াং প্রফেশনালস ইনিশিয়েটিভ’- এর আওতায় এই পুরস্কার দিয়ে থাকে।

এ বছর অ্যাডভার্টাইজিং, ডেটা, নিউজরুম, রিডার রেভিনিউ, লিডারশিপ এবং প্রোডাক্ট- এই ছয় ক্যাটাগরিতে বিশ্বের ১৮ টি দেশের ২৭০ জন প্রতিযোগীর মধ্য থেকে পুরস্কার পেয়েছেন ৩০ জন।
পুরস্কার হিসেবে প্রত্যেকে পাবেন ইনমার এক বছরের সদস্যপদ, দুটি মাস্টারক্লাস ট্রেনিং এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বেলজিয়ামে অনুষ্ঠিতব্য ‘ইনমা মিডিয়া ইনোভেশন উইক’-এ অংশগ্রহণের আমন্ত্রণ।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            