সারাদেশ
দশমিনায় ১৫ আশ্রয়ন প্রকল্প

৮ শতাধিক পরিবারের  মানবেতর জীবনযাপন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের ৫টি ইউনিয়নে ১৫টি আশ্রয়ন প্রকল্পে ৮ শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। উপজেলায় আদর্শ গ্রাম, গুচ্ছ গ্রাম ও আশ্রয়ন এই ৩টি প্রকল্পের বাসিন্দাদের এখন বেহাল দশা।

সহায় সম্বলহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যাদের বেঁচে থাকার জন্য এবং একটু মাথা গোঁজার ঠাই হিসাবে ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সদর ইউনিয়নের কাটাখালী, নিজাবাদ-লক্ষ্মীপুর ও রনগোপালদী ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান করা হয়।

আশ্রয়ন প্রকল্পে আশ্রিতরা ঘর পেলেও জীবন ও জীবিকার জন্য তাদের কপালে কোন কাজ জোটেনি। বর্তমানে নির্মিত ঘরগুলো সংস্কার না করায় বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে অনেকটা অযত্ন ও অবহেলায় আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো দাড়িয়ে আছে। আশ্রয়নের অনেক পরিবার পরিজন জীবন ও জীবিকা নির্বাহের তাগিদে ঘর ফেলে অন্যত্র চলে গেছে। উপজেলার বেশ কয়েকটি আশ্রয়ন প্রকল্প ঘুরে এসে এমন চিত্র পাওয়া গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র থেকে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আশ্রয়ন, আদর্শ গ্রাম ও গুচ্ছ গ্রাম নামে ১৫টি প্রকল্প রয়েছে। এই সব আশ্রয়ন প্রকল্পে অসহায় ভিটামাটি বিহীন প্রায় ৮ শতাধিক পরিবার বসবাস করছিল। উপজেলার একমাত্র বহরমপুর ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প না থাকলেও বাঁশবাড়িয়া ইউনিয়নে ১টি আশ্রয়ন প্রকল্প থাকলেও সেটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

সর্বশেষ ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ নৌ বাহিনী উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী, নিজাবাদ-লক্ষ্মীপুর এবং রনগোপালদী ইউনিয়নে ৩টি আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মান করে দেয়। ৪টি ব্যারাকে ১২০টি পরিবারকে মাথা গোঁজার ঠাই করে দেয় সরকার। নির্মানের পর থেকে আজ পর্যন্ত কোন মেরামত করা হয়নি। ফলে ঘরগুলো জরাজীর্ন হয়ে পড়েছে।

নির্মিত ঘরের টিনের চালা, দরজা-জানালা ভেঙ্গে পড়ছে। বিগত সময়ে প্রাকৃতিক দূর্যোগের কারনে অধিকাংশ ঘরের টিনের চালা উড়ে গেছে কিংবা ভেঙ্গে পড়েছে পাশের ঘরের উপর। ভাঙ্গা ঘরে বসবাস করতে না পেরে জীবন ও জীবিকার তাগিদে অধিকাংশ প্রকল্প এলাকার বাসিন্দারা অন্যত্র চলে গেছে।

ঘর নির্মানের ১ বছরের মধ্যেই স্থাপিত গভীর নলকুপ ও স্যানিটেশন ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। বর্তমানে যারা বাস করছে তারা নিতান্তই বাধ্য হয়েই বসবাস করছে। ভিটে মাটি না থাকায় মাথা গোঁজার একমাত্র ঠাই হিসাবে আশ্রয়ন প্রকল্পের ঘরই একমাত্র ভরসা। ভাঙ্গা ঘরেই কোন রকম জোড়াতালি দিয়ে বসবাস করতে হচ্ছে।

আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মোস্তফা-হেলেনা দম্পতি জানান, সরকার ঘর দিলেও কাম কাইজের কোন ব্যবস্থা করে দেয় নাই, কি খামু, কি নিয়া বাইচ্চা থাকমু হের কোন খবর নাই, সরকার পরিবর্তন অইলেও আমাগো কোন ভাগ্যের পরিবর্তন হইল না।

প্রকল্পের স্থানে কোন কাজ না থাকায় উপজেলা সদরে কাজের জন্য ছুটতে হয়। প্রকল্প এলাকায় মাছ চাষের জন্য ১টি পুকুর, গবাদী পশু, হাঁস-মুরগী পালন ও শাক-সবজি উৎপাদনের জন্য সামান্য খন্ড জমি থাকলেও তা কোন কাজে আসছে না। পুকুর থাকলেও মাছ নেই, খন্ড জমি থাকলেও ফসলাদি উৎপাদন করা হয় না। বিগত ২৩ বছরের মধ্যে প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের কেউ খোজ খবর নেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে জানা যায়, এই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরসহ ত্রান ও পূর্নবাসন মন্ত্রনালয়ে প্রকল্পের ঘরগুলো সংস্কারের জন্য লিখিতভাবে অবহিত করা হয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট...

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

৫ আগস্ট বা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্র...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

নারায়ণগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের দাতা সড়ক এলাকায় স্থানীয়দের উদ্যো...

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা