প্রবাস ডেস্ক : সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় মিস্টার আলী (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুলাই) দেশটির স্থানীয় সময় ভোর ৫টার দিকে আল তাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিষ্টার আলী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
তার ছোট ভাই রাজ্জাক আলী জানান, ২০২২ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মিস্টার আলী। সেখানে তিনি আল তাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করতেন। প্রতিদিনের মতো ভোরে কাজ করার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিস্টার আলীর মৃত্যু হয়। পরে সৌদির পুলিশ তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। মরদেহটি বর্তমানে সেই হাসপাতালের মর্গে রয়েছে। দেশে মিস্টার আলীর স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাশেদুল ইসলাম জানান, আড়াই বছর আগে সংসারের আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি যান মিস্টার আলী। রোববার সকালে কাজ করার সময় পিছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমার বাংলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            