জেলাপ্রতিনিধি : সুন্দরবনে নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ১ জেলেকে আটক করেছে বন বিভাগ। আটক জেলে হলেন উপজেলার পাথরখালী গ্রামের বারিক সানার পুত্র শফিকুল ইসলাম (২৭)। এ সময় তার নিকট থেকে ১ টি নৌকা, অবৈধ ভেশালজাল সহ ভারতীয় নিষিদ্ধ ১ বোতল কীটনাশক উদ্ধার করা হয়।
জানা গেছে সোমবার ভোর ৪ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে খড়খুড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, স্টাফ মফিজুল ইসলাম, শাকবাড়িয়া টহল ফাঁড়ির স্টাফ শেখ মোঃ আলী হোসেন ও আবদুল ওয়াদুত।
এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে তার সাথে থাকা আরেক জেলে বনের ভিতরে পালিয়ে যায়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত জেলেকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            