সিরিয়ায় গত দুই দিনে সরকারি নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে প্রায় ৭৪৫ বেসামরিক নাগরিকসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
ব্রিটিশ-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার এবং শনিবার আলাউইতদের লক্ষ্য করে প্রায় ৩০টি ‘গণহত্যায়’ প্রায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ছাড়া ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের যোদ্ধাও নিহত হয়েছেন।
এই অঞ্চলের শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এটি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাণকেন্দ্র, যিনি নিজেও আলাউইত সম্প্রদায়ের।
এসওএইচআর জানিয়েছে, গত দুই দিনে মোট এক হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন; যা গত ডিসেম্বরে আসাদ সরকার উৎখাতের পর থেকে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এদের মধ্যে ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের অনুগত যোদ্ধাও রয়েছে।
নিহতের এই তালিকায় আসাদের অনুগত কয়েক ডজন সরকারি সেনা এবং বন্দুকধারীও রয়েছেন, যারা বৃহস্পতিবার থেকে উপকূলীয় লাতাকিয়া এবং তারতুস প্রদেশে সংঘর্ষে লিপ্ত হন।
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            