নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ডানা’য় রূপ নিয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়ছে।
বুধবার (২৩ অক্টোবর) সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সমুদ্রও স্বাভাবিক অবস্থায় আছে।
কলাপাড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় উপজেলার সরকারি ১৭৫টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার। জানমালের নিরাপত্তায় দুই হাজার ৩৮০ জন সিপিপি সদস্য ও পর্যাপ্ত অন্যান্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।
পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা আক্তার জাহান বলেন, পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘দানা’। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
আমার বাঙলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            