বিনোদন

শুক্রবার আসছে শবনম পারভীনের ‘হুরমতি’

আমার বাঙলা ডেস্ক

কমেডি ও খলচরিত্রে পরিচিত মুখ শবনম পারভীন। বড় পর্দায় চার দশকের ক্যারিয়ারে প্রযোজনাও করেছেন তিনি। শুক্রবার মুক্তি পাবে শবনম পারভীন প্রযোজিত নতুন সিনেমা ‘হুরমতি’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন শবনম পারভীন।

দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই হুরমতি নির্মাণ করেছেন শবনম। তিনি বলেন, ‘হুরমতি পুরোপুরি কমেডি গল্প। বেশ কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন একটি সিনেমা বানাব, যার পুরোটা সময় দর্শক হলে বসে উপভোগ করতে পারে। সিনেমা শেষ হওয়ার পর যেন সবার মন ভালো হয়ে যায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, হুরমতি শতভাগ এন্টারটেইনিং সিনেমা। হলে দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে, ততক্ষণ আনন্দ পাবে।’

সিনেমার প্রতি ভালোবাসা থেকেই প্রযোজনা করেন শবনম পারভীন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান শবনম ফিল্মসের ব্যানার থেকে ইতিমধ্যে মুক্তি পেয়েছে ‘মৃত্যুদণ্ড’, ‘শুটার’, ‘সংগ্রাম’, ‘ভয়ংকর নারী’সহ বেশ কয়েকটি সিনেমা।

পৈতৃক সম্পত্তি বিক্রি করে শবনম পারভীন বানিয়েছেন একাধিক সিনেমা। হুরমতি বানিয়েছেন বাবার কাছ থেকে পাওয়া চারতলা বাড়ি বিক্রি করে। শবনম পারভীন বলেন, ‘আমার আব্বা মারা যাওয়ার আগে একটি চারতলা বাড়ি দিয়েছিল। সেই বাড়িটি বিক্রি করেই হুরমতি বানিয়েছি। এবারই প্রথম নয়, এখন পর্যন্ত যে কয়টি সিনেমা বানিয়েছি, বেশির ভাগ সময়ে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করেই বানিয়েছি।’

২০১৯ সালে হুরমতি বানিয়েছিলেন শবনম পারভীন। তবে করোনাসহ নানা কারণে মুক্তি দিতে পারেননি। অবশেষে ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। শবনম বলেন, ‘আমার ইচ্ছা ছিল ২০২০ সালে হুরমতি মুক্তি দেওয়ার। ডেটও নিয়েছিলাম। কিন্তু করোনা এসে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। এরপর দেখি হল চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে নতুন ডেট নেওয়া হয়নি। কিন্তু সিনেমা বানানোর পর যদি সেটা দর্শকদের না দেখানো যায়, তাহলে বানিয়ে কী লাভ? তাই এবার মুক্তির সিদ্ধান্ত।’
হুরমতি সিনেমায় শবনমের বিপরীতে অভিনয় করেছেন ছয়জন অভিনেতা।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি তো এই সিনেমার নায়িকা নই। সংগ্রাম করে বেঁচে থাকা এক নারীর চরিত্রাভিনেত্রী। এক নারীর জীবনযুদ্ধের কাহিনি তুলে ধরা হয়েছে সিনেমায়। পুরুষদের মাঝে যখন একজন নারীকে কাজ করে খেতে হয়, তখন তার কী ধরনের অবস্থা হয়, তাই নিয়েই একটি কমেডি গল্প সাজানো হয়েছে। গল্প অনুযায়ী বাকি চরিত্রগুলো এসেছে।’

হুরমতি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি প্রমুখ।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন...

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

সরকারি বাসা ছাড়েননি—এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান কর...

বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ,নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হ...

ক্ষমতায় যাওয়ার আগে জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর আরও ঝুঁকিপূর্ণ হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের...

একজন ব্যক্তি সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে ‘কার্টেল’ ধরনের রাজনীতি রয়েছে বলে মন্তব্য করেছেন জামা...

শীতকে বিদায় জানালেন সুনেরাহ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানে...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

ক্ষমতায় যাওয়ার আগে জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর আরও ঝুঁকিপূর্ণ হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা