সংগৃহিত
খেলা
বিপিএল

শানাকা-নওয়াজ নৈপুন্যে খুলনার হ্যাট্টিক জয়

ক্রীড়া ডেস্ক : দুই বিদেশী শ্রীলংকান দাসুন শানাকা ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের অলরাউন্ড নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাট্টিক জয়ের স্বাদ পেয়েছে খুলনা টাইগার্স। আজ নিজেদের তৃতীয় ম্যাচে খুলনা ২৮ রানে হারিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে। এবারের বিপিএলে এখন পর্যন্ত অনুষ্ঠিত নয় ম্যাচের মধ্যে এই প্রথম কোন দল রানের ব্যবধানে জিতলো। খুলনা হ্যাট্টিক জয় পেলেও তৃতীয় ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পেল রংপুর। খুলনার শানাকা ব্যাট হাতে ৪০ রান ও বল হাতে ২ উইকেট নেন। নওয়াজ ব্যাট হাতে ৫৫ রানের পর বল হাতে ২ উইকেট শিকার করেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে রংপুরের স্পিনার মাহেদি হাসানের বলে খালি হাতে বিদায় নেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়।

সতীর্থকে হারালেও মারমুখী মেজাজে ছিলেন আরেক ওপেনার ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইর করা পঞ্চম ওভারে ২টি ছক্কা ও ১টি চারে ১৮ রান তুলেন লুইস। পাওয়ার প্লে’র শেষ ওভারে মাহমুদুল হাসান জয়কে ৭ রানে শিকার করে খুলনা শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মাহেদি।

এরপর আফিফ হোসেন ও লুইসকে আউট করে খুলনাকে চাপে ফেলেন পেসার হাসান মাহমুদ। আফিফকে ৪ ও লুইসকে ৩৭ রানে শিকার করেন হাসান। ২৫ বল খেলে ৩টি করে চার-ছক্কা মারেন লুইস।

৬৪ রানে ৪ উইকেট পতনের পর খুলনার হাল ধরেন শ্রীলংকার দাসুন শানাকা ও মোহাম্মদ নওয়াজ। ৫৩ বলে ৭৭ রানের জুটি গড়ে খুলনাকে লড়াকু সংগ্রহ এনে দেন তারা। ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় খুলনা।

শানাকা ৫টি চার ও ১টি ছক্কায় ৩৩ বলে ৪০ রানে আউট হলেও, ছক্কা মেরে ৩৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ন করেন নওয়াজ। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৪ বলে ৫৫ রান করেন তিনি। রংপুরের হাসান ৩টি ও মাহেদি ২টি উইকেট নেন। সাকিব আল হাসান ৪ ওভারে ২১ রানে দিয়ে উইকেটশূণ্য ছিলেন।

জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ রানের মধ্যে ২ উইকেট হারায় রংপুর। আগের ম্যাচে হাফ-সেঞ্চুরিতে দলের জয়ে অবদান রাখা পাকিস্তানের বাবর আজমকে ২ রানে লেগ বিফোর আউট করেন খুলনার পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম।

তিন নম্বরে নামা ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংকে ১ রানে বোল্ড করেন স্পিনার নওয়াজ। শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৩২ বলে ৩৮ রানের জুটি গড়েন ওপেনার রনি তালুকদার ও শামিম হোসেন। টেস্ট মেজাজে খেলা রনি ২৫ বলে ১৫ রান করে শানাকার শিকার হন।

রনির আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে রংপুর। ৮০ রানে সপ্তম উইকেট হারায় তারা। এসময় শামিম ২২ বলে ৩০, ওমরজাই ৪, অধিনায়ক নুরুল হাসান সোহান ১ ও চোখের সমস্যায় এক ম্যাচ পর খেলতে নামা সাকিব ২ রান করেন।

লড়াই থেকে দল ছিটকে গেলেও ব্যাট হাতে শেষ চেষ্টায় মগ্ন ছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। কিন্তু ৩০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো নবির ৫০ রানের দারুন ইনিংসে রংপুরের হারের ব্যবধানটাই শুধুমাত্র কমেছে। ৮ বল বাকী থাকতে ১৩২ রানে অলআউট হয় রংপুর। খুলনার শানাকা ১৬ রানে ৪টি, নাওয়াজ-ওয়াসিম ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

খুলনা টাইগার্স : ১৬০/৬, ২০ ওভার (নাওয়াজ ৫৫, শানাকা ৪০, হাসান ৩/২৯)।

রংপুর রাইডার্স : ১৩২/১০, ১৮.৪ ওভার (নবি ৫০, শামিম ৩০, শানাকা ৪/১৬)।

ফল : খুলনা টাইগার্স ২৮ রানে জয়ী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

মনোহরদীতে মহান বিজয় দিবস উদযাপন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা