খেলা

লাহোরে নিরাপদ আছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে পা রেখেই নেমে গেছে অনুশীলনে। বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে বিসিবি জানিয়েছে, সেখানে নিরাপদেই আছে বাংলাদেশ দল।

পাকিস্তানে পৌঁছানোর আগেই অবশ্য বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি বোলার মুস্তাফিজুর রহমান চোটের কারণে ছিটকে গেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় নিজের বোলিংয়ে একটি বল থামাতে গিয়ে আঙুলে চোট পান তিনি। এরপরই তাকে সিরিজ থেকে বাদ দিতে হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের জায়গায় ডেকে নিয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে। সম্প্রতি তিনি মিরপুরে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি সিরিজ শেষ করেছেন। জরুরি ভিত্তিতে খালেদকে পাকিস্তানে উড়িয়ে নেওয়া হয়েছে।

এছাড়াও চোটে পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় নেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। তিনি আগেই পাকিস্তানে ছিলেন, লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছেন।

সংযুক্ত আরব আমিরাত সিরিজ শেষে পিএসএল খেলতে গিয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তা শেষ করে দলে যোগ দিয়েছেন তিনিও। এবারের পিএসএলে লাহোর কালান্দার্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিশাদ। তিনি ও মিরাজ দুজনেই এখন বাংলাদেশের ক্যাম্পে যোগ দিয়েছেন এবং সোমবার সন্ধ্যায় দলের প্রথম অনুশীলনেও অংশ নিয়েছেন।

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বাড়তি সতর্কতা নিয়েছে। দলের সঙ্গে পাঠানো হয়েছে অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদকে। তিনি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জানান, ‘এখানে এসে যতটুকু দেখেছি, সবকিছু ঠিকঠাক আছে। শহরে কোনো সমস্যা বা অস্থিরতার চিহ্ন দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় আমাদের প্রথম অনুশীলন সেশন হবে। সেখানেই আমি স্থানীয় নিরাপত্তা প্রধানের সঙ্গে দেখা করব। এরপরই আগামী দিনের পরিকল্পনা আরও স্পষ্ট হবে।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুও জানান, ‘দল ভালো আছে। ওখানে পরিস্থিতিও স্বাভাবিক। খেলোয়াড়দের মানসিকতা ভালো আছে এবং সবাই খেলতে আগ্রহী।’

তিনি আরও জানান, বিসিবির নিরাপত্তা দলও পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা দল মাঠে সবকিছু তদারকি করছে। পাকিস্তান সব সময়ই অতিথি দলের জন্য ভালো নিরাপত্তা দিয়ে থাকে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই।’

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে, বুধবার। দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১ জুন, রোববার। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা