ছবি: সংগৃহীত
জাতীয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

রাজসাক্ষী দিতে হাজির সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

রবিবার (৩ আগস্ট) সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তাকে হাজির করা হয়। মামলার অপর দুই আসামি হলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই দুইজনের বিরুদ্ধেও সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হন সাবেক আইজিপি।

প্রসিকিউশনের সূত্র অনুযায়ী, এ মামলার কার্যক্রম প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হবে। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি এ বক্তব্য সম্প্রচার করার কথা রয়েছে। সূচনা বক্তব্যের পরপরই সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছে আদালত।

যদিও মামলার অভিযোগপত্রে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে বর্তমানে তিনি রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন এবং সাক্ষ্য দিচ্ছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে চলমান ছাত্র আন্দোলনের সময় তারা যৌথভাবে প্রায় ১,৪০০ জন ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনা দেন। প্রসিকিউশন বলছে, এসব ঘটনা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

ট্রাইব্যুনালে এই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং রাষ্ট্রপক্ষ বলছে, রাজসাক্ষীদের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের পথে তারা এগোচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীর বাজারে কমে আসছে পেঁয়াজ ও শাক-সবজির দাম

মনোহরদীর বাজারে কমে আসছে পেঁয়াজ ও শাকসবজির দাম। বিশেষ করে নতুন দেশি পেঁয়াজে...

অসুস্থতার ভারে ভেঙে পড়া এক পরিবারের করুণ গল্প

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশে পড়ে ছিল দুই শিশু। বড় বোন আয়শ...

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে শিশুর মৃত্যু

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে দগ্ধ হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।...

চকরিয়া–পেকুয়া আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন জমা

কক্সবাজার–১ (চকরিয়া ও পেকুয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে...

নির্বাচন না করে এনসিপির মুখপাত্র হলেন আসিফ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ...

মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী মাঠে পিতা ও পুত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গ...

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে জিয়াউরের কবরের পাশে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগাম...

বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো: অপু বিশ্বাস

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ম...

মৌলভীবাজারে চারটি আসনে ৩১ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি স...

তীব্র শীতে বিপর্যস্ত ইবি: চলছে শীতকালীন ছুটি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও এর আশপাশের এলাকায় তীব্র শীত ও ঘন কুয়াশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা