প্রতিনিধি
সারাদেশ

ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পাঁচলক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা করলে নানা রকম হুমকি দিচ্ছে আসামীরা। গত ২২ ডিসেম্বর বহরপুর বাজারে হেলালের পাটের ঘরের সামনে রাত ১০.১৫ মিনিটের দিকে ব্যবসায়ী হারুন অর রশিদকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সাথে থাকা পাঁচ লক্ষ সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। হারুন অর রশিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন শেখের ছেলে।

এঘটনায় ২৪ ডিসেম্বর হারুন অর রশিদ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় চারজনের নাম উল্লেখ করে ও আরো ৪ থেকে ৫জন অজ্ঞাত আসামীর নামে মামলা করে। মামলার আসামীরা হল রুবেল মাহমুদ সুমন, মঞ্জু বিশ্বাস, রেজাউল মন্ডল ও শামীম বিশ্বাস চার আসামীর বাড়ি বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামে।

মামলার এজাহার থেকে জানা যায়, বাদী হারুন অর রশিদ আকিজ সিমেন্ট কোম্পানী ও আকিজ প্লাস্টিক লিমিটেডের রাজবাড়ী জেলার একমাত্র পরিবেশক ও বহরপুর বাজারে নির্মাণ সামগ্রি ব্যবসায়ী। কিছুদিন আগে হারুন অর রশিদ বহরপুর বাজারে স্ত্রীর নামে থাকা জমি এক কোটি ২০ লক্ষ টাকা বিক্রি করে। এই জমি বিক্রির খবর জানতে পেরে উক্ত চার আসামী গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে হারুন অর রশিদের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। হারুন অর রশিদ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এরপর ২২ ডিসেম্বর বহরপুর বাজারে দোকান বন্ধ করে কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের দেয়া টাকা নিয়ে বাড়ী ফিরছিলেন হারুন। বাজারের হেলালের পাটের ঘরে সামনে আসলে উক্ত চার আসামী ও তাদের সাথে থাকা আরো চার পাঁচ জন ধারালো অস্ত্র নিয়ে হারুন অর রশিদকে পথ রোধ করে। এরপর তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সাথে থাকা পাঁচ লক্ষ সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা ছিনিয়ে নেয়। এঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সুস্থ্য হয়ে দুইদিন পর চারজনকে আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করলেও এখনো কোন আসামী ধরা পড়েনি।

ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, মামলার করার পর বিভিন্ন নম্বর থেকে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে আসামীরা। আমরা পুলিশকে বিস্তারিত জানিয়েছি। পুলিশ বলেছে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। এখন পরিবার নিয়ে ব্যবসা নিয়ে আতঙ্কে রয়েছি।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, আসামীদের ধরতে আমরা চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা রয়েছে আসামী ধরতে। চার আসামীই পলাতক।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা