জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আক্কাস আলী (৩৫)নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৮ অক্টোবর) সকালে বিএসএফের ১৭৬ ব্যাটালিনের ইসলামপুর সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত আক্কাস তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬ এর ৪ নং সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে সকালে ভারতীয় সীমান্তের ওপারে মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।
তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানায়, ভারতের অভ্যন্তরে আক্কাস আলী নামের একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তিনি ২সন্তানের জনক। তিনি স্থানীয় শালবাহান হাটে গরু ব্যবসার সাথে জড়িত ছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেছেন, ইসলামপুর সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিয়ে জানতে পারি, বিএসএফ মরদেহ নিয়ে গেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান জানান, ঘটনা শুনে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। পরিচয় নিশ্চিত হতে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের পর বিস্তারিত বলা যাবে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            