হবিগঞ্জের আজমেরীগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি মো. মামুন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৯। গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব জানায়, মামলার পর থেকেই মামুন আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারে র্যাব–৯ এর সিপিসি-৩ (হবিগঞ্জ) ও সিপিসি-২ (মৌলভীবাজার) যৌথভাবে ছায়াতদন্ত চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে টেংরা বাজার এলাকা থেকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে র্যাব জানায়, গত ৭ নভেম্বর ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। পরে গত ১৬ নভেম্বর ভুক্তভোগীর বাবা আজমেরীগঞ্জ থানায় মামলা (নং–০৬) করেন।
গ্রেপ্তারের পর মামুন মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজমেরীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আমারবাঙলা/এফএইচ