সংগৃহীত
জাতীয়

তফসিল অনুযায়ী নির্বাচন হবে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি না এলেও আরও অনেক রাজনৈতিক দল অংশ নেবে। গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখতে তফসিল অনুসারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

রোববার (১২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে। কিন্তু বিএনপি থেকে বলা হচ্ছে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে যাওয়া কিংবা না যাওয়া সেই অধিকার যে কোনো রাজনৈতিক দলের আছে। তারা নির্বাচনে যেতে পারে, নাও যেতে পারে। কিন্তু নির্বাচন প্রতিহত করার এখতিয়ার কারও নেই। নির্বাচন প্রতিহত করার কথা বলা মানেই দেশ ও গণতন্ত্রবিরোধী কথা বলা। যারা এমন ধরনের বক্তব্য রাখবে কিংবা অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলবো।

তিনি আরও বলেন, সরকার ও রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখা। এজন্য যা কিছু করা দরকার, সেটাই করবো।

হাছান মাহমুদ অভিযোগ করে আরও বলেন, দেশের গণতন্ত্র নস্যাৎ করে বিএনপি একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। এই স্বপ্ন দেখতে দেখতে তাদের ১৫ বছর কেটেছে। আগামী কতবছর কাটবে, জানি না।

আবারও বিএনপিকে ছাড়া নির্বাচন হচ্ছে কিনা বা তাদের জন্য অপেক্ষা করা হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা চাই, তারা নির্বাচনে আসুক। জনপ্রিয়তার যে দাবি তারা করেন, সেটা যাচাই করুক। তাদের এতো উদ্যামী কর্মী আছে যারা ২০ মিনিটে ময়দান ছেড়ে চলে যায়, তারা কতটুকু নামে আমরাও একটু দেখি। তাদের এতো জাঁদরেল জাঁদরেল নেতা, পুলিশের মাত্র আওয়াজে—কোনো গুলি হয়নি, কাঁদানে গ্যাসও ছাড়া হয়নি —ছোটোবেলায় যে বাজি ফোটাতাম, সেই বাজির আওয়াজে মঞ্চ ছেড়ে চলে গেছেন তারা।

বিএনপি নির্বাচনে আসুক, এসে দেখুক তাদের জনপ্রিয়তা কতটুকু। তাদের কর্মীরা কতটুকু নামেন, নেতাদের ওপর কতটুকু আস্থা রাখেন। আমরা তাদের সাথে নির্বাচন করতে চাই। আর নির্বাচনের অপেক্ষা আমরা করতে পারি না। নির্বাচনের আয়োজক নির্বাচন কমিশন। সেখানে একটি শিডিউল থাকবে, সেই অনুসারে নির্বাচন হবে। সেই সময়ের মধ্যে নির্বাচন হলে তাদের নিয়েই নির্বাচন হবে বলেন তিনি।

যদি বিএনপি নির্বাচনে না আসে, তাহলে কী হবে এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সেক্ষেত্রে গণতন্ত্র অব্যাহত রাখতে নির্বাচন হতে হবে, কোনো একটি দল না এলে আরও অনেক দল আসবে। নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টু প্লাস টু বৈঠক করেছে ভারত। সেই বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা হয়েছে। এ বিষয়ে মন্ত্রীর পর্যবেক্ষণ কী প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বৈঠক ছিল একান্তই দ্বিপাক্ষিক। সেখানে কী আলোচনা হয়েছে, সেটা পত্রপত্রিকায় এসেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন ও উন্নয়ন তাদের অভ্যন্তরীণ বিষয়। ভারত যেটি বলেছে, সেটি যথার্থ বলেছে। কাজেই বাংলাদেশের নির্বাচন ও উন্নয়ন এ বিষয়ে এ দেশের জনগণই সিদ্ধান্ত নেবেন। নির্বাচনের মাধ্যমে কে ক্ষমতায় আসবে, তাও বাংলাদেশের জনগণ ঠিক করবেন যোগ করে বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে চিকিৎসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি সরকারের হাতে নেই, এটা তো আইনের হাতে, আদালতের হাতে। সরকার চাইলেও তাকে মুক্তি দিতে পারবে না। সরকারের হাতে যতটুকু ক্ষমতা ছিল, তার সাজা স্থগিত রেখে তাকে ঘরে মুক্ত থাকার ব্যবস্থা করা, সেটা সরকার করে দিয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমা...

পেকুয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলার পেকুয়া থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াব...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা