মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা বাজারস্থ ইউনাইটেড ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যূর অভিযোগ উঠেছে।
জানা গেছে, টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী গ্রামের হাসানের স্ত্রী প্রসব ব্যাথা উঠলে রোববার রাত ১টার দিকে স্বজনরা তাকে টঙ্গীবাড়ি ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসে। পরে রাতে তাকে ইনজেকশন পুশ করলে সে আরও অসুস্থ হয়।
পরে সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ওই প্রসূতিকে সিজার করে মৃত একটি ছেলে বাচ্চা প্রসব করেন ক্লিনিকের ডাঃ আমেনা আক্তার তানিয়া।
এ ব্যাপারে ওই নবজাতকের দাদা আলি আকবর সেখ বলেন, আমার ছেলের বৌয়ের প্রসব ব্যাথা উঠলে আমরা তাকে রাতে ক্লিনিকে নিয়ে আসি। আসার পর এখানকার ডাক্তার আমার ছেলের বৌকে একটি ইনজেকশন পুশ করে। এরপর হতেই আমার ছেলের বৌ অসুস্থ হয়ে পরে। পরে সকাল ১০ টার দিকে আমার ছেলের বৌকে সিজার করে একটি মৃত ছেলে বাচ্চা প্রসব করায় ডাক্তার।
তিনি অভিযোগ করে বলেন, ক্লিনিকের ভূল চিকিৎসার কারণেই আমার নাতির মৃত্যূ হয়েছে। আপনারা এ ব্যাপারে অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তারা বলে কোথায় অভিযোগ করবো? হাসপাতালের লোকজন আমাদের হাতে পায়ে ধরে অনেক আকুতি মিনতি করতেছে আমরা যাতে কোথায়ও অভিযোগ না করি।
এ ব্যাপারে ইউনাইটেড ক্লিনিকের মালিক সাইফুল ইসলাম বলেন, সিজার করার ডেট ছিল গত ৪ সেপ্টেম্বর তারা পরে হাসপাতালে নিয়ে আসছে। এ জন্যই শিশুটি মারা গেছে। তিনি আরো বলেন বিষয়টি আমরা ওই বাচ্চার স্বজনদের সাথে আপোষ করে ফেলেছি।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            